টি-টোয়েন্টি বিশ্বকাপের টিকিট পেয়েছে বাংলাদেশের মেয়েরা
২০২৩ সালে দক্ষিণ আফ্রিকার মাটিতে অনুষ্ঠিতব্য নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মূল পর্বের টিকিট পেয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
তার আগে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সেমি-ফাইনালে থাইল্যান্ডকে ১১ রানে হারিয়েছে বাংলাদেশের মেয়েরা। শেষ চারের বাধা উতরে আসরের ফাইনালে নাম লিখেছে সালমা খাতুনরা।
আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে সেমি-ফাইনালে বাংলাদেশ ৫ উইকেট হারিয়ে তোলে ১১৩ রান। জবাবে থাই কন্যারা ৬ উইকেট হারিয়ে গুটিয়ে যায় ১০২ রানে।
অন্য সেমি-ফাইনালে জিম্বাবুয়েকে ৪ রানে হারিয়ে বিশ্বকাপে পৌঁছে গেছে আয়ারল্যান্ড। আইরিশ মেয়েদের ৬ উইকেটে তোলা ১৩৭ রানের জবাবে জিম্বাবুয়ে গুটিয়ে যায় ৬ উইকেট হারিয়ে ১৩৩ রানে।
আগামীকাল রোববার ফাইনালে বাংলাদেশের মেয়েদের মুখোমুখি হবে আয়ারল্যান্ডের মেয়েরা। খেলা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টায়।