সেমি-ফাইনালে আজ সালমাদের প্রতিপক্ষ থাইল্যান্ড

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নারী ক্রিকেটাররা

নারী ক্রিকেটাররা

টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্বের সেমি-ফাইনাল খেলতে আজ মাঠে নামছে বাংলাদেশের মেয়েরা। লাল-সবুজের প্রতিনিধিদের ফাইনালে উঠার লড়াই থাইল্যান্ডের মেয়েদের বিপক্ষে।

শেষ চারের ম্যাচে নিগার সুলতানারা থাই কন্যাদের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ সময় আজ রাত ৯টায়। ম্যাচের ভেন্যু আবুধাবীর শেখ জায়েদ স্টেডিয়াম।

বিজ্ঞাপন

তার আগে টানা তিন জয়ে সেমি-ফাইনালের টিকিট কাটেন বাঘিনীরা। বুধবার যুক্তরাষ্ট্রকে (১০৩/৩) ৫৫ হারিয়ে দেশের মেয়েরা (১৫৮/১) উঠে যায় শেষ চারে। 

প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সালমা খাতুন, সানজিদা আক্তার, নাহিদা আক্তারদের বোলিং কারিশমায় ১৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগ্রেসরা।

দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারায় দেশের মেয়েরা।