সোহানের নেতৃত্বে দুবাই গেলেন টাইগাররা
সামনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তার প্রস্তুতির অংশ হিসেবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে ঢাকা ছেড়েছেন টাইগাররা।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আজ বৃহস্পতিবার বিকাল সাড়ে পাঁচটার দিকে দুবাইয়ের ফ্লাইট ধরেন দেশের ছেলেরা।
এই সিরিজে নেই সাকিব আল হাসান। তায বদলে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন অধিনায়ক নুরুল হাসান সোহান।
অস্ট্রেলিয়ার মাটিতে হতে যাওয়া বিশ্বকাপের জন্য বাংলাদেশ স্ট্যান্ডবাইসহ সব মিলিয়ে ১৯ ক্রিকেটার ক্যাম্পে ডাক পেয়েছেন। তবে দুবাই সফরে গেছেন ১৭ জন ক্রিকেটার। নিয়মিত অধিনায়ক সাকিব এখন খেলছেন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে। আর অলরাউন্ডার শেখ মেহেদী হাসান যাননি ব্যক্তিগত কারণে।
সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে ২৫ অক্টোবর। দুদলের দ্বিতীয় ম্যাচ হবে ২৭ অক্টোবর। ভেন্যু দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম। ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ দল দেশে ফিরবে।
বাংলাদেশ দল: নুরুল হাসান সোহান (অধিনায়ক), সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, লিটন দাস, ইয়াসির আলী রাব্বি, মুস্তাফিজুর রহমান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, এবাদত হোসেন, হাসান মাহমুদ, নাজমুল হোসেন শান্ত, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম, সৌম্য সরকার ও রিশাদ হোসেন।