কোটি টাকা অর্থ পুরস্কার পাচ্ছেন চ্যাম্পিয়ন মেয়েরা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাফ ট্রফি নিয়ে ছাদ খোলা বাসে সাবিনা ব্রিগেডের উচ্ছ্বাস

সাফ ট্রফি নিয়ে ছাদ খোলা বাসে সাবিনা ব্রিগেডের উচ্ছ্বাস

ঐতিহাসিক সাফ ট্রফি নিয়ে দেশে ফিরেছেন বাংলাদেশ নারী ফুটবলাররা। বিমানবন্দরে পা দিতেই মিলেছে ফুলেল শুভেচ্ছা। আর বাফুফে ভবনে যেতে রাস্তায় মিলেছে জনতার রাজসিক অভিবাদন। সঙ্গে মিলছে আর্থিক পুরস্কারও। চ্যাম্পিয়ন মেয়েরা এখন পর্যন্ত দেড় কোটি টাকার অর্থ পুরস্কারের প্রতিশ্রুতি পেয়েছেন। 

সবার আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ৫০ লাখ টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দেয়। পরে বাফুফের সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক তমা গ্রুপের পক্ষ থেকে ৫০ লাখ টাকা পুরস্কার দেয়ার ঘোষণা দেন। 

বিজ্ঞাপন

বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুর্শেদীর স্ত্রী এনভয় গ্রুপের চেয়ারম্যান শারমিন সালাম এবার আরও ৫০ লাখ টাকা দেয়ার ঘোষণা দিয়েছেন।

এছাড়া সাফজয়ী ময়মনসিংহের কলসিন্দুর গ্রামের আট নারী ফুটবলারের প্রত্যেক পরিবারকে পুরস্কার হিসেবে ৫০ হাজার টাকা করে মোট ৪ লাখ টাকা দিয়েছে জেলা প্রশাসন।