স্কটিশদের ধসিয়ে দিয়েছে নারী ক্রিকেটাররা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ফের জয়ের গল্প লিখলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা

ফের জয়ের গল্প লিখলেন বাংলাদেশের নারী ক্রিকেটাররা

টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাই পর্বে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে বাংলাদেশের নারী ক্রিকেটাররা। স্কটল্যান্ডকে ৬ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে দেশের মেয়েরা।

প্রথম ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে সালমা খাতুন, সানজিদা আক্তার, নাহিদা আক্তারদের বোলিং কারিশমায় ১৪ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগ্রেসরা। টানা দুই জয়ে সেমি-ফাইনালে এক পা দিয়েই রাখল সালমারা।

বিজ্ঞাপন

শুরুতে ব্যাট করতে নেমে মাত্র ৭৭ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ড নারী দল। ৭ ওভার হাতে রেখেই জয় তুলে নেয় নিগার সুলতানা জ্যোতির দল। ১৩ ওভারেই ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য ৭৮ রানের স্কোর ছুঁয়ে ফেলে তারা।

লাল-সবুজের জার্সি গায়ে ৪ ওভারে এক মেডেনসহ মাত্র ৭ রান খরচ করে ৪ উইকেট শিকার করেন সোহেলী আক্তার। জ্যোতির ব্যক্তিগত সর্বোচ্চ ৪৩ বলে ৫ চারে খেলেন ৩৪ রানের ইনিংস।

৪২ রানে ৭ উইকেট হারিয়ে মহাবিপদে পড়ে যায় স্কটিশরা। ছয়ে নামা ব্যাটার লরনা জ্যাক ২৩ বলে করেন ২২। শেষ ৫ ব্যাটারের কেউই পারেননি দুই অঙ্ক ছুঁতে।