গায়ানা অ্যামাজনে যোগ দিলেন সাকিব
ছুটি শেষ সাকিব আল হাসানের। পরিবারের সঙ্গে সময় কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার।
ক্যারিবিয়ান ক্রিকেট লিগ (সিপিএল) খেলতে আজ রোববার সিপিএলের দল গায়ানা আমাজন ওয়ারিয়র্সে যোগ দিয়েছেন এ ক্রিকেট মহাতারকা।
তাবরাইজ শামসি ছেড়েছেন গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্স। তার বদলেই ফ্র্যাঞ্চাইজিটিতে যোগ দিয়েছেন সাকিব।
সিপিএলে এর আগে সাকিব খেলেছেন বার্বাডোজ রয়্যালস এবং জ্যামাইকা তালাওয়াসের হয়ে।
সিপিএল শেষ করে সাকিব ২ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন নিউজিল্যান্ডে। সেখানে পাকিস্তানকে সঙ্গে নিয়ে টাইগাররা খেলবে ত্রিদেশীয় সিরিজ। এই সিরিজ শেষে সাকিবের নেতৃত্বে অস্ট্রেলিয়ায় যাবে বাংলাদেশ বিশ্বকাপ মিশন নিয়ে।
সাকিবের সঙ্গে একই দিনে আফগান উইকেটকিপার ব্যাটার রহমানউল্লাহ গুরবাজ যোগ দিলেন জ্যামাইকা তালাওয়াহস।