ফের টি-টোয়েন্টির নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

আজকের দিনটি মাহমুদউল্লাহ রিয়াদের জন্য বড্ড অপয়া। কিন্তু সাকিব আল হাসানের বেলায় সেটি গেছে উল্টে। তার নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপ দল ঘোষণা দিন পেলেন খুশির খবর। 

আইসিসি টি-টোয়েন্টি অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ের রাজত্ব ফিরে পেলেন। এক বছর পর বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক ফিরলেন শীর্ষে।

বিজ্ঞাপন

এশিয়া কাপে ব্যাটে-বলে উজ্জ্বল পারফরম্যান্সের অভাবে র‍্যাঙ্কিংয়ের শ্রেষ্ঠত্ব হারিয়েছেন মোহাম্মদ নবী। এই সুযোগে ২৪৮ রেটিং পয়েন্ট নিয়ে আফগান তারকাকে টপকে র‍্যাঙ্কিংয়ে শীর্ষে উঠে গেছেন সাকিব। নবীর রেটিং পয়েন্ট এখন ২৪৬। 

ওয়ানডে ব্যাটসম্যানদের তালিকার সবার ওপরে পাকিস্তানের বাবর আজম। বোলারদের নাম্বার ওয়ান কিউই পেসার ট্রেন্ট বোল্ট। ওয়ানডে অলরাউন্ডারদের শীর্ষস্থান অক্ষুণ্ন রেখেছেন সাকিব।