জাদেজাকে ছাড়াই বিশ্বকাপ খেলবে ভারত
ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলে নেই কোনো চমক। তাদের ১৫ সদস্যের দলে রয়েছেন রবিচন্দ্রন অশ্বিন ও হার্শাল প্যাটেল। তবে ক্যাপ্টেন রোহিত শর্মার দলে জায়গা হয়নি তারকা অলরাউন্ডার রবীন্দ্র জাদেজার। ডান হাঁটুতে অস্ত্রোপচার করে ছিটকে গেছেন মাঠের লড়াই থেকে।
দলে ব্যাটসম্যান হিসেবে আছেন রোহিত শর্মা, লোকেশ রাহুল, বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। উইকেটের পেছনে গ্লাভস হাতে থাকছেন ঋষভ পন্ত ও দীনেশ কার্তিক।
অলরাউন্ডার ক্যাটাগরিতে নেওয়া হয়েছে দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন ও অক্ষর প্যাটেলকে। পেস আক্রমণে থাকবেন ভুবনেশ্বর কুমার, যসপ্রীত বুমরাহ ও আর্শদীপ সিংহ। মোহাম্মদ শামিকে রাখা হয়েছে রিজার্ভ বেঞ্চে।
আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। মূল পর্বের আগে ১৬ অক্টোবর শুরু বাছাই পর্ব।
ভারতের বিশ্বকাপ দল: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল (সহ-অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দীপক হুডা, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), দীনেশ কার্তিক (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, রবিচন্দ্রন অশ্বিন, যুজবেন্দ্র চাহাল, অক্ষর প্যাটেল, যসপ্রীত বুমরাহ, ভুবনেশ্বর কুমার, হার্শাল প্যাটেল ও আর্শদীপ সিংহ।
রিজার্ভ টিম: মোহাম্মদ শামি, শ্রেয়াস আয়ার, রবি বিষ্ণোই ও দীপক চাহার।