ভারতীয় সাংবাদিকের মোবাইল কেড়ে নিলেন ক্ষুব্ধ রমিজ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রমিজ রাজা

রমিজ রাজা

এশিয়া কাপের ফাইনালে খেলার স্বপ্ন নিয়েই দুবাইয়ে পা রেখেছিল পাকিস্তান। শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা জিততে পারলে পাকিস্তানের সাফল্যের মুকুটে যুক্ত হতো আরেকটি নতুন পালক। পাকিস্তানের সেই পালক ছিনিয়ে নিয়েছে শ্রীলঙ্কা।

পাকিস্তান-শ্রীলঙ্কার মধ্যকার এশিয়া কাপের ফাইনাল দেখতে এ দিন দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান রমিজ রাজা।

বিজ্ঞাপন

ফাইনালে হারের পর রমিজের মেজাজ হয়তো কিছুটা চড়াই ছিল। ম্যাচ শেষে বেরিয়ে যাওয়ার সময় পিসিবি সভাপতিকে ঘিরে ধরেছিলেন সাংবাদিকরা। সেখানে স্বাভাবিক ভঙ্গিতেই তাদের উত্তর দিচ্ছিলেন রমিজ। হঠাৎ করেই ভারতীয় এক সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন সাবেক এই পাকিস্তানি ক্রিকেটার।

ভারতীয় সেই সাংবাদিক প্রশ্ন করেছিলেন, 'সাধারণ মানুষ খুবই ক্ষুব্ধ। তাদের জন্য কি কোনো বার্তা আছে?' এমন প্রশ্ন শুনে হঠাৎই রেগে যান রমিজ।

উত্তরে তিনি বলেন, 'আপনি তো ভারতের, আপনি তো খুব খুশি হয়েছেন। আপনি তাহলে কোন সাধারণ মানুষের কথা বলছেন? আপনি সাধারণ মানুষের নাম নিয়ে এমন প্রশ্ন করতে পারেন না।'

এরপর ক্ষুব্ধ হয়ে ভারতীয় সেই সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নেন পিসিবি চেয়ারম্যান। যদিও খানিক বাদেই তাকে সেই ফোন ফিরিয়ে দেন। এরপর আবারও স্বাভাবিকভাবেই পাকিস্তানের হারে নিজের হতাশার কথা জানান রমিজ।