১২১ রানেই গুটিয়ে গেল পাকিস্তান

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাবর আজম

বাবর আজম

দুরন্ত বোলিংয়ে পাকিস্তানকে পুরো ২০ ওভারও খেলতে দিলো না শ্রীলঙ্কা। বড় করতে দেয়নি সংগ্রহটাও। ১৯.১ ওভারে বাবর আজমদের গুটিয়ে দিয়েছে তারা ১২১ রানে।

তবে পাকিস্তানের ব্যাটিংয়ের শুরুটা ছিল ভালোই। কিন্তু ২৮ রান তুলতেই উদ্বোধনী জুটি ভাঙেন লঙ্কানরা। ব্যক্তিগত ১৪ রান নিয়েই ফেরেন ওপেনার মোহাম্মদ রিজওয়ান। দলের বিপদ কাটিয়ে উঠার চেষ্টা করেন বাবর আজম। তবে তিনিও বেশি দূর আগাতে পারেননি। দলীয় সংগ্রহ তখন ৬৪। ২৯ বলে ২ বাউন্ডারিতে ৩০ রানের ইনিংস খেলেই তিনি ধরেন প্যাভিলিয়নের পথ। এটাই পাকিস্তানের ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস।

বিজ্ঞাপন

বাবরের বিদায়ের মধ্য দিয়েই মড়ক লেকে যায় পাকিস্তানের ব্যাটিং লাইন-আপে। ব্যাট হাতে সেভাবে কেউ দাঁড়াতে পারেননি। ২৬ রান যোগ করেন মোহাম্মদ নওয়াজ। সমান ১৩ রান করে এনে দেন ফখর জামান ও ইফতিখার আহমেদ। বাকিরা ছিলেন আসা যাওয়ার মিছিলে সামিল। শ্রীলঙ্কার হয়ে ওয়ানিন্দু হাসারাঙ্গা একাই শিকার করেন ৩ উইকেট। তবে খরচ করেন ২১ রান। দুটি করে উইকেট নেন মহেশ ঠিকশানা ও প্রমোদ মাদুশান। একটি উইকেট যায় চামিকা করুনারত্নের পকেটে।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস ভাগ্য কথা বলেছে শ্রীলঙ্কার হয়ে। টস জিতেই দাসুন শানাকা বেছে নেন বোলিং।