কোহলির ৭১তম সেঞ্চুরি, ভারতের ২১২ রানের বিশাল পুঁজি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বিরাট কোহলির সেঞ্চুরি উদযাপন

বিরাট কোহলির সেঞ্চুরি উদযাপন

দীর্ঘ দিন ধরেই সেঞ্চুরির দেখা মিলছিল না। অবশেষে কেটে গেল সেই শতক খরা। বিরাট কোহলি ছিনিয়ে নিলেন সেঞ্চুরি। তার শতকের ওপর ভর করে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে নিয়মরক্ষার ম্যাচে ২১২ রানের পাহাড় গড়ল ভারত।

এশিয়া কাপে ভারতের সব আশা শেষ। বিদায় নিশ্চিত হয়ে গেছে তাদের। কিন্তু কোহলি খেললেন রাজকীয় কায়দায়। ওপেনিংয়ে নেমেই তাক লাগিয়ে দেন। ৬১ বলে ১২ বাউন্ডারি ও ৬ ছক্কায় খেলেন ১২২* রানের হার না মানা দুরন্ত এক ইনিংস। টি-টোয়েন্টিতে এটি তার প্রথম সেঞ্চুরি। আর সব ধরনের ক্রিকেট মিলিয়ে ৭১তম সেঞ্চুরি মালিক বনে গেছেন ভারতের সাবেক অধিনায়ক কোহলি।

বিজ্ঞাপন

অন্য ওপেনার লোকেশ রাহুল পেয়েছেন ফিফটি। ৪১ বলে ৬ বাউন্ডারি ও ২ ছক্কায় খেলেন ৬২ রানের দাপুটে এক ইনিংস। ফেরার আগে কোহলির সঙ্গে গড়েন ১১৯ রানের চমৎকার এক জুটি। রিশব পান্ত অপরাজিত থেকে যান ২০ রানে। ২ উইকেট হারিয়ে ভারত তুলে নিয়েছে ২১২ রানের বিশাল স্কোর। 

আফগানিস্তানের হয়ে দুটি উইকেট নেন ফরিদ আহমেদ। এজন্য রান দিয়েছেন তিনি ৫৭। তার আগে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে নেয় আফগানিস্তান।