টস জিতে বোলিংয়ে পাকিস্তান

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

রোহিত শর্মা ও বাবর আজম

রোহিত শর্মা ও বাবর আজম

ভারতের বিপক্ষে টস জিতে ফিল্ডিং বেছে নিয়েছে পাকিস্তান। তাই তো শুরুতে ব্যাট হাতে মাঠে নামছে ভারত। গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে নিয়েছিল ভারত। রোহিত শর্মা টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছিলেন। এবার সুপার পর্বে একই সিদ্ধান্ত নিলেন পাকিস্তান ক্যাপ্টেন বাবর আজম।

দাহানীর পরিবর্তে পাকিস্তানের একাদশে জায়গা করে নিয়েছেন হাসনাইন। ভারতের একাদশে ফিরেছেন হার্দিক পান্ডিয়া। তার সঙ্গে দলে রয়েছেন দীপক হুডা ও রবি বিষ্ণোই। জাদেজা ও আভেশের সঙ্গে বাদ পড়েছেন কার্তিক। উইকেটের পেছনে গ্লাভস হাতে দাঁড়িয়েছেন পান্ত।

বিজ্ঞাপন

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), লোকেশ রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), দীপক হুডা, হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমার, রবি বিষ্ণোই, আরশদীপ সিং ও যুজবেন্দ্র চাহাল। 

পাকিস্তান একাদশ: মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, শাদাব খান, আসিফ আলী, মোহাম্মদ নওয়াজ, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, নাসিম শাহ।