একাদশে সাব্বির, টসে হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ
এশিয়া কাপে টিকে থাকার লড়াইয়ে টস জিতে আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক দাসুন শানাকা। ফলে ব্যাটিং করবে বাংলাদেশ। বাংলাদেশের একাদশে তিনটি পরিবর্তন এনেছে সাকিব আল হাসানের দল। মোহাম্মদ সাইফউদ্দিনের জায়গায় টি-টোয়েন্টিতে অভিষেক হয়েছে এবাদত হোসেনের।
জায়গায় হারিয়েছেন দুই ওপেনার এনামুল হক বিজয় এবং মোহাম্মদ নাইম শেখ। তাদের দুজনের জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন সাব্বির রহমান এবং মেহেদি হাসান মিরাজ।
বাংলাদেশ: সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, শেখ মেহেদি, মুস্তাফিজুর রহমান, সাব্বির রহমান, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, তাসকিন আহমেদ।
শ্রীলঙ্কা: পাথুম নিশানকা, কুশল মেন্ডিস, চারিথ আসালঙ্কা, দানুশকা গুনাথিলাকা, ভানুকা রাজাপাকশে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দাসুন শানাকা, চামিকা করুনারত্নে, মাহেশ থিকশানা, দিলশান মাদুশঙ্কা, আসিথা ফার্নান্দো।