ব্যাটিংয়ে সাকিবের বাংলাদেশ, ওপেনিংয়ে নাঈম
প্রথম ম্যাচেই টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন নতুন অধিনায়ক সাকিব আল হাসান।
এ ম্যাচ দিয়েই অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন শুরু করতে যাচ্ছেন সাকিব। সঙ্গে শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে মাঠে নেমেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। তার সঙ্গে টেকনিক্যাল কনসালট্যান্ট (প্রধান টি-টোয়েন্টি কোচ) হিসেবে অভিষেক হলো শ্রীধরন শ্রীরামের।
অনেক দিন ধরেই আলোচনায় ছিল এনামুল হক বিজয়ের সঙ্গে ওপেনিংয়ে নামবেন মোহাম্মদ নাঈম। বাস্তবে সেটাই হলো। একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
আফগানিস্তান একাদশ: হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী, রশিদ খান, আজমাতুল্লাহ ওমরজাই, নাভিন উল হক, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী।