ব্যাটিংয়ে সাকিবের বাংলাদেশ, ওপেনিংয়ে নাঈম

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ-আফগানিস্তান

বাংলাদেশ-আফগানিস্তান

প্রথম ম্যাচেই টস ভাগ্য সহায় হয়েছে বাংলাদেশের। এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে টস জিতে ব্যাটিং বেছে নিয়েছেন নতুন অধিনায়ক সাকিব আল হাসান।

এ ম্যাচ দিয়েই অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন শুরু করতে যাচ্ছেন সাকিব। সঙ্গে শততম টি-টোয়েন্টি ম্যাচ খেলতে মাঠে নেমেছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। তার সঙ্গে টেকনিক্যাল কনসালট্যান্ট (প্রধান টি-টোয়েন্টি কোচ) হিসেবে অভিষেক হলো শ্রীধরন শ্রীরামের।

বিজ্ঞাপন

অনেক দিন ধরেই আলোচনায় ছিল এনামুল হক বিজয়ের সঙ্গে ওপেনিংয়ে নামবেন মোহাম্মদ নাঈম। বাস্তবে সেটাই হলো। একাদশে জায়গা পেয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন।

বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, মোসাদ্দেক হোসেন, মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

আফগানিস্তান একাদশ: হজরতউল্লাহ জাজাই, রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, নাজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মোহাম্মদ নবী, রশিদ খান, আজমাতুল্লাহ ওমরজাই, নাভিন উল হক, মুজিব উর রহমান, ফজলহক ফারুকী।