রেকর্ড ২২ গ্র্যান্ড স্ল্যাম উঁচিয়ে ধরলেন নাদাল
কোর্টের লড়াইয়ে এগিয়ে ছিলেন রাফায়েল নাদাল। অভিজ্ঞতায় যোজন যোজন এগিয়ে ছিলেন এ স্প্যানিশ সুপারস্টার। ফাইনালে তার ব্যতিক্রম কিছু হয়নি। ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতে নিয়েছেন ক্লে-কোর্টের রাজা নাদালই।
শিরোপা নির্ধারণী ম্যাচে নরওয়েজিয়ান টেনিস সেনসেশন ক্যাসপার রুডকে ৬-৩, ৬-৩ ও ৬-০ গেমে হারিয়ে লাল দুর্গে রেকর্ড ১৪বারের মতো চ্যাম্পিয়ন হলেন নাদাল।
রজার ফেদেরার ও নোভাক জোকোভিচকে পিছনে ফেলে মেজর ট্রফি জয়ের রেকর্ড আগেই ভেঙেছেন নাদাল। এবার রেকর্ডটা বাড়িয়ে ২২তম গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতলেন এ টেনিস মেগাস্টার।
চ্যাম্পিয়ন নাদাল বলেন, 'ক্যাসপার, এখানে রোলাঁ গাঁরোয় তোমার সঙ্গে ফাইনাল খেলতে পেরে সত্যিই আমি আনন্দিত। তুমি দুর্দান্ত। দুর্দান্ত একটি ক্যারিয়ারের জন্য তোমাকে অভিনন্দন জানাতে চাই। বিশেষ করে এই দুই সপ্তাহ, আমি মনে করি খুব গুরুত্বপূর্ণ পদক্ষেপ। আমি তোমার, তোমার পরিবার ও তোমার দলের জন্য খুব খুশি। ভবিষ্যতের জন্য আপনাদের সকলের জন্য শুভকামনা রইল।'