রোমান-দিয়ার সামনে স্বর্ণপদক জয়ের হাতছানি
জাতীয় আরচ্যারির ব্যক্তিগত ইভেন্টে দিয়া সিদ্দিকী আগামীকাল স্বর্ণপদকের জন্য লড়াই করবেন। আর ব্যক্তিগত ইভেন্টের ফাইনালে উঠতে না পারলেও মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণপদকের জন্য খেলবেন রোমান সানা।
রিকার্ভ মহিলা এককে দিয়া সিদ্দিকী আগামীকাল ফাইনালে তারই বিকেএসপি সতীর্থ ফামিদা সুলতানা নিশার বিপক্ষে খেলবেন।
রিকার্ভ পুরুষ একক ইভেন্টে বাংলাদেশ বিমান বাহিনীর রাম কৃষ্ণ সাহা আগামীকাল ফাইনালে বিকেএসপি'র রাকিব মিয়ার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
সোমবার টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার স্টেডিয়ামে রিকার্ভ মিশ্র দলগত ইভেন্টে বাংলাদেশ পুলিশ আরচ্যারি ক্লাবের হাকিম আহমেদ রুবেল ও বিউটি রায় আগামীকাল ফাইনালে বাংলাদেশ আনসারের রোমান সানা ও শ্রাবনী আক্তারের বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করবেন।