জোকোভিচ আটক, রোববার শুনানি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নোভাক জোকোভিচ

নোভাক জোকোভিচ

দ্বিতীয়বারের মতো ভিসা বাতিলের পর আটক হয়েছেন নোভাক জোকোভিচ। এ নিয়ে কোর্টে এখন শুনানি হবে।

শুনানিতে সিদ্ধান্ত হবে করোনা প্রতিরোধী টিকা না নিয়েও সার্বিয়ান এ সুপারস্টার অস্ট্রেলিয়ায় থাকতে পারবেন কিনা। 

বিজ্ঞাপন

এর আগে জনস্বাস্থ্যর জন্য হুমকি ঘোষণা করে জোকোভিচের ভিসা বাতিল করে অস্ট্রেলিয়া সরকার। এ নিয়ে রোববার হবে শুনানি। 

জোকোভিচের ভিসা বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন ইমিগ্রেশন মিনিস্টার অ্যালেক্স হক। ফলে এ টেনিস সুপারস্টারকে অস্ট্রেলিয়া ছাড়তে হতে পারে। 

বিজ্ঞাপন

তবে ৩৪ বছরের এ টেনিস মেগাস্টার ফের কোর্টের দ্বারস্থ হতে যাচ্ছেন। অস্ট্রেলিয়ায় থেকে যেতে ফের আপিল করছেন। মেলবোর্নের অস্ট্রেলিয়ান ওপেনে সোমবার খেলার কথা রয়েছে জোকোভিচের।

এখন আবার ভিসা বাতিল হওয়ায় নতুন করে অস্ট্রেলিয়ান ভিসা প্রাপ্তিতে তিন বছরের নিষেধাজ্ঞা পেতে পারেন জোকোভিচ। আপিলে হারলে অস্ট্রেলিয়া ছাড়তে হবে তাকে।