মেলবোর্নে অনুশীলনে জোকোভিচ, খেলবেন অস্ট্রেলিয়ান ওপেনে

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নোভাক জোকোভিচ

নোভাক জোকোভিচ

অস্ট্রেলিয়ান ভিসা বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছিলেন নোভাক জোকোভিচ। কোর্টের সেই লড়াইয়ে জিতেও গেছেন। ভিসা ফেরত পেয়ে অস্ট্রেলিয়ায় রয়ে গেছেন বিশ্বের এ নাম্বার ওয়ান টেনিস খেলোয়াড়।

সার্বিয়ান এ টেনিস মেগাস্টার আগামী সপ্তাহ থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ান ওপেনে মনোযোগ দিচ্ছেন। 

বিজ্ঞাপন

বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম আসরকে সামনে রেখে মেলবোর্নে অনুশীলনও শুরু করেছেন জোকোভিচ। ইমিগ্রেশন ডিটেনশন হোটেল ছাড়ার কয়েক ঘণ্টার মধ্যে র‌্যাকেট হাতে কোর্টে নেমেছেন ৩৪ বছরের এ টেনিস সুপারস্টার। 

এখন জোকোভিচের ভাবনা কেবল অস্ট্রেলিয়ান ওপেনকে কেন্দ্র করে। এক টুইট বার্তায় জোকোভিচ বলেন, সব ভুলে এখন খেলতে চান এ মেজর টেনিস টুর্নামেন্টে, 'এত কিছু ঘটে যাওয়া স্বত্বেও, আমি থেকে যেতে চাই এবং অস্ট্রেলিয়ান ওপেনে অংশ নিতে চাই।'

বিজ্ঞাপন

বৃহস্পতিবার মেলবোর্নের টুলামারিন বিমানবন্দরে জোকোভিচকে আটকে দেয় অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ। করোনা প্রতিরোধী টিকা না নেওয়ায় ভিসা বাতিল করে তাকে ডিটেনশন হোটেলে পাঠানো হয়েছিল।