অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মামলায় জিতেছেন জোকোভিচ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ভিসা বাতিলের রায়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মামলায় জিতেছেন সার্বিয়ান টেনিস তারকা নোভাক জোকোভিচ। এখন তিনি অস্ট্রেলিয়ায় থাকতে পারবেন। এর ফলে তার খেলার পথও পরিষ্কার হল।

সোমবার (১০ জানুয়ারি) জরুরি অনলাইন আদালতে শুনানিতে ফেডারেল বিচারক অ্যান্টনি কেলি এ রায় দেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

রায়ে বিচারক জোকোভিচের ভিসা পুনর্বহাল করার পাশাপাশি তাকে আটক থেকে মুক্তি দিতে বলেছেন।

গত বৃহস্পতিবার (৬ জানুয়ারি) অস্ট্রেলিয়ান ওপেন খেলতে অস্ট্রেলিয়ার মেলবোর্নে পৌঁছান জোকোভিচ। কিন্তু তাঁকে অস্ট্রেলীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিমানবন্দরেই আটকে দেয়। তাদের অভিযোগ, জোকোভিচ পূর্ণ দুই ডোজ টিকা নেননি।

বিজ্ঞাপন

অথচ সার্বিয়ান তারকা একটি চিকিৎসক দলের ছাড়পত্র সঙ্গে নিয়েই অস্ট্রেলিয়াতে পা রেখেছিলেন। অস্ট্রেলিয়ান ওপেনের আয়োজকেরাও জোকোভিচের পাওয়া সেই ছাড়পত্র আমলে নিয়েছিল। সে কারণেই তাঁকে ভিসা দেওয়া হয়। অস্ট্রেলিয়ার ইমিগ্রেশন কর্তৃপক্ষ সেই ভিসা বাতিল করে তাঁকে আটক করে বিশেষ হেফাজতে পাঠায়। ব্যাপারটি নিয়ে বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।