জোকোভিচ ইস্যু: খেলোয়াড়দের ভিসা নিয়ে তদন্ত করছে অস্ট্রেলিয়া

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নোভাক জোকোভিচ

নোভাক জোকোভিচ

করোনা প্রতিরোধী টিকা নেয়ার শর্ত পূরণ না করেই তিনজন বিদেশী টেনিস খেলোয়াড় ভিসা পেয়েছেন। এবং তারা অস্ট্রেলিয়ায় প্রবেশের অনুমতিও পেয়েছেন। অস্ট্রেলিয়ান গণমাধ্যম দিয়েছে এমন খবর। 

এমন খবর পেয়ে নোভাক জোকোভিচের ক্যাম্প ক্ষোভ প্রকাশ করেছে। তাদের অভিযোগ, বিশেষ ছাড় নিয়ে অন্য খেলোয়াড়রা অস্ট্রেলিয়ায় প্রবেশ করলেও জোকোভিচের বেলায় দেখানো হচ্ছে অন্য নিয়ম। 

বিজ্ঞাপন

খবরটি নজরে আসতেই অন্য বিদেশী খেলোয়াড়দের ভিসা নিয়ে তদন্ত শুরু করেছে অস্ট্রেলিয়া সরকার। 

অস্ট্রেলিয়ার হোম এফেয়ার্স মিনিস্টার কারেন অ্যান্ড্রু চ্যানেল নাইনকে জানিয়েছেন, খবর আছে 'বেশ কয়েকজন খেলোয়াড় অস্ট্রেলিয়ায় প্রবেশের শর্ত মানেননি। আমরা এটা নিয়ে তদন্ত করছি।'

বিজ্ঞাপন

তবে ঠিক কত খেলোয়াড়কে তদন্ত করা হচ্ছে সেটা অবশ্য স্পষ্ট করেননি কারেন অ্যান্ড্রু। তাদের পরিচয়ও দেননি। 

বৃহস্পতিবার মেলবোর্নের টুলামারিন বিমানবন্দরে পৌঁছলে বিশ্বের নাম্বার ওয়ান খেলোয়াড়কে আটকে দেয় কর্তৃপক্ষ। সার্বিয়ান এ সুপারস্টারের ভিসা বাতিল করে দেশটি। অস্ট্রেলিয়ান বর্ডার ফোর্স (এবিএফ) অফিসিয়ালরা জানিয়ে দেন, জোকোভিচকে অস্ট্রেলিয়া ছাড়তে হবে। 

তবে হাল ছাড়েননি জোকোভিচ। আইনজীবীদের মাধ্যমে কোর্টে জরুরি ভিত্তিতে আপিল করেছেন। 'অস্ট্রেলিয়ার ফেডারেল কোর্ট অব সার্কিট এন্ড ফ্যামিলি'তে মামলার শুনানি হবে আগামী সোমবার। এত দিন জোকোভিচ অস্ট্রেলিয়ায় থাকতে পারবেন। এটা এখনো পরিষ্কার নয়, আগামী কয়েক দিন তিনি সরকারের ডিটেনশন সেন্টারে থাকবেন কিনা।

ফলে অস্ট্রেলিয়ান ওপেন নির্ধারিত সূচি অনুযায়ী ১৭ জানুয়ারি থেকে শুরু হবে কিনা সেটা নিয়ে দেখা দিয়েছে গভীর অনিশ্চয়তা।