জোকোভিচের অস্ট্রেলিয়ান ভিসা বাতিল, কোর্টে তার আইজীবীরা
করোনা প্রতিরোধী টিকা না নিলে অস্ট্রেলিয়া ওপেনে খেলতে পারবেন না কেউ। এমনকি দেশটিতে ঢুকতেও পারবেন না। সেই নিয়ম শিথিল করে জোকোভিচকে ভিসা দিয়েছিল অস্ট্রেলিয়া।
সার্বিয়ান এ সুপারস্টার সেই ভিসা নিয়ে অস্ট্রেলিয়ায় পৌঁছেও গেছেন। তবে দেশটিতে ঢুকতে পারেননি। কিন্তু কেন? বৃহস্পতিবার মেলবোর্নের টুলামারিন বিমানবন্দরে নাম্বার ওয়ান খেলোয়াড়কে আটকে দিয়েছে কর্তৃপক্ষ।
অস্ট্রেলিয়া পরে জন্ম দিয়েছে নতুন নাটকের। বিমানবন্দরে কয়েক ঘণ্টা আটকে থাকার পর জোকোভিচ জানতে পারেন তার ভিসা বাতিল করেছে দেশটি। বর্ডার অফিসিয়ালরা জানিয়ে দেন, জোকোভিচকে অস্ট্রেলিয়া ছাড়তে হবে।
দেশটিতে প্রবেশের শর্ত না মানায় এখন জোকোভিচকে ফেরত পাঠাবে দেশটি। তার আগে টেনিস সুপারস্টারকে থাকতে হবে সরকার নির্ধারিত কোনো হোটেলে।
তবে হাল ছাড়ছেন না জোকোভিচ। আইনজীবীদের মাধ্যমে কোর্টে জরুরি ভিত্তিতে আপিল করেছেন তিনি।
করোনার টিকা নেয়ার বিষয়টি পরিষ্কার করেননি জোকোভিচ। গত বছর অবশ্য করোনার টিকা নেয়ার বিরুদ্ধে অবস্থান নেন তিনি।