রাফায়েল নাদাল করোনা পজিটিভ
পায়ের চোট কাটিয়ে আগস্টের পর প্রথমবারের মতো কোর্টে নেমেছিলেন রাফায়েল নাদাল। আবুধাবিতে খেলেন মুবাদালা বিশ্ব টেনিস চ্যাম্পিয়নশিপে।
কিন্তু প্রদর্শনী এ টেনিস টুর্নামেন্ট খেলে জন্মভূমি স্পেনে ফিরেই খারাপ খবর পেয়েছেন স্প্যানিশ এ টেনিস সুপারস্টার। করোনা টেস্টে পজিটিভ ধরা পড়েছেন ২০বারের গ্র্যান্ড স্ল্যাম জয়ী এ টেনিস তারকা।
৩৫ বছরের নাদাল এক টুইট বার্তায় নিজেই খবরটি জানিয়েছেন ভক্ত-সমর্থকদের।
কুয়েত ও আবুধাবিতে সব কোভিড-১৯ টেস্টে নাদালের রিপোর্ট নেগেটিভ আসে। গত শুক্রবারের করোনা পরীক্ষায়ও ছিলেন নেগেটিভ। কিন্তু দেশে ফিরতেই করোনা টেস্টে পজিটিভ ফল পান।
আগামী ১৭ জানুয়ারি কোর্টে গড়াবে অস্ট্রেলিয়ান ওপেন। তবে বছরের প্রথম মেজর টেনিস টুর্নামেন্টে ক্লে-কোর্টের রাজা খেলতে পারবেন কিনা সেটা এখনো নিশ্চিত নয়।