দায়িত্ব ছাড়লেন শ্রীলঙ্কার কোচ মিকি আর্থার
শ্রীলঙ্কার প্রধান কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন মিকি আর্থার। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শুরু হতে যাওয়া দুই ম্যাচের হোম টেস্ট সিরিজ শেষে লঙ্কানদের দায়িত্ব ছেড়ে দেবেন তিনি।
মিকি আর্থারের অধীনে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স করেছে শ্রীলঙ্কা। বাছাই পর্বে সবগুলো ম্যাচ জিতে তারা জায়গা করে নেয় সুপার টুয়েলভে। মূল পর্বে তারা জিতে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। দল ভালো করলেও পদত্যাগ করেছেন আর্থার।
শ্রীলঙ্কা দল ছেড়ে ইংলিশ কাউন্টি ক্লাব ডার্বিশায়ারের ‘হেড অব ক্রিকেট’ পদে যোগ দেবেন দক্ষিণ আফ্রিকায় জন্ম নেয় এ ক্রিকেট গুরু।
খবরটি নিশ্চিত করে আর্থার বলেন, ‘আমি অত্যন্ত দুঃখের সাথে জানাতে চাই যে, আমি ডার্বিশায়ার কাউন্টি ক্রিকেট ক্লাবের সাথে হেড অব ক্রিকেট পদের জন্য তিন বছরের চুক্তি করেছি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ হতে যাচ্ছে শ্রীলঙ্কা দলের সাথে আমার শেষ কাজ।’
শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্ট মাঠে গড়াবে ২১ নভেম্বর। দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ২৯ নভেম্বর।