যোগ্যতা দেখিয়ে ফিরতে পারবেন লিটন-সৌম্য

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সৌম্য সরকার ও লিটন দাস

সৌম্য সরকার ও লিটন দাস

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দলে জায়গা পাননি লিটন দাস ও সৌম্য সরকার। দলে ফেরার সুযোগ যে তাদের সামনে নেই তা কিন্তু নয়। তবে দুজনের জাতীয় দলে ফেরাটা কঠিনই হবে। ১৬ সদস্যের দল ঘোষণা করে তেমন কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

আজ মঙ্গলবার মিরপুরে সংবাদমাধ্যমকে নান্নু সাফ জানিয়ে দিলেন ঘরোয়া ক্রিকেটে নিজেদের যোগ্যতা প্রমাণ করতে হবে। তবেই জাতীয় দলে ফের জায়গা মিলবে লিটন-সৌম্যর, ‘সামনে আমাদের বিপিএল আছে, ঘরোয়া ক্রিকেট আছে। সবাই পারফর্ম করবে। কেউ তো নজরের বাইরে যাবে না। যারা বাইরে আছে তাদের চোখে চোখে রাখতে হবে, একটা সিস্টেমে রাখতে হবে। জাতীয় দলের পর এ দলের কর্মসূচি চলছে, তারপর এইচপি আছে। যেখানে যাকে দরকার হবে, ওখানে রেখেই প্রস্তুত করা হবে।’

বিজ্ঞাপন

দল দিতে বিলম্ব হওয়ার কারণ ব্যাখ্যা করে নান্নু বলেন, ‘একটা দল দিতে গেলে তো সব ধরনের আলোচনা হয়। আলোচনা করেই সিদ্ধান্ত নিতে হবে। বিশ্বকাপে এমন পারফরম্যান্স আমরা প্রত্যাশা করিনি। আমাদের দল কিন্তু এতটা খারাপ ছিল না। আপনি বলতে পারবেন না দল খারাপ। সবাই কিন্তু এর আগে ঘরের মাঠে আমাদের যথেষ্ট আনন্দ দিয়েছে, ভালো খেলেছে, রোমাঞ্চকর পারফর্ম করেছে। এই খেলোয়াড়দের অবশ্যই সমর্থন করতে হবে।’

সামনের বিশ্বকাপের প্রস্তুতি নিয়ে প্রধান নির্বাচক বলেন, ‘বিশ্বকাপে খারাপ করেছে বলে একেবারে ফেলে দিব এরকম হতে পারে না। আমরা অনেক আলোচনা করেছি। ভবিষ্যতের কথাও চিন্তা করতে হচ্ছে। আগামী বছর আরেকটি বিশ্বকাপ আছে। বিপিএলের পরপরই সেই বিশ্বকাপের প্রস্তুতি শুরু হবে। এই সিরিজ ভালো করলে সামনের পথচলা সহজ হবে।’

বিজ্ঞাপন