ফাইনালে খেলতে পারবেন না কনওয়ে
দলের বিপদের সময়ে আউট হলে ব্যাটসম্যানদের হতাশার শেষ থাকে না। সেই কষ্ট থেকেই নিজের ব্যাটে আঘাত করে ডেভন কনওয়ে। অদ্ভুত এ কাণ্ডে নিজের হাতই ভেঙে ফেলেন নিউজিল্যান্ডের এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।
এই চোট নিয়েই বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ডেভন কনওয়ে। খেলতে পারবেন না অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। এখানেই শেষ নয়। আসন্ন ভারত সফরেও যাওয়া হচ্ছে না কনওয়ের। খবরটি নিশ্চিত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।
ফাইনালের আগে কনওয়েকে হারিয়ে দুশ্চিন্তায় পড়েছে নিউজিল্যান্ড। ইংল্যান্ডের বিপক্ষে শেষ চারের লড়াইয়ে কিউইদের ৫ উইকেটের জয়ে দারুণ ভূমিকা রেখেছিলেন তিনি। ম্যাচে ৩৮ বলে ৪৬ রান করে লিয়াম লিভিংস্টোনের বলে স্টাম্পড হয়েই এই কাণ্ড ঘটান তিনি। স্ক্যান রিপোর্টে দেখা যায়, কনওয়ে ডান হাতের পঞ্চম মেটাটারসাল ভেঙে গেছে।
আগামী রোববার, ১৪ নভেম্বর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়বে নিউজিল্যান্ড।
এনিয়ে বিশ্বকাপ মিশনে চোটের নিয়ে দুই জন ক্রিকেটারকে হারাল নিউজিল্যান্ড। সুপার টুয়েলভে পেশির চোটে ছিটকে যান পেসার লকি ফার্গুসন।