কানপুর টেস্টে নেতৃত্বে রাহানে, বিশ্রামে কোহলি-রোহিত

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

আজিঙ্কা রাহানে

আজিঙ্কা রাহানে

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলছেন না বিরাট কোহলি। শুধু তাই নয়। খেলবেন না নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টেও। থাকবেন বিশ্রামে। তার অনুপস্থিতিতে কানপুর টেস্টে ভারতকে নেতৃত্ব দিবেন আজিঙ্কা রাহানে। প্রথম টেস্টে তারকা ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা থাকবেন ভাইস-ক্যাপ্টেন।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ভারতকে নেতৃত্ব দিলেও পুরো টেস্ট সিরিজেই খেলবেন না রোহিত শর্মা। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করেছে, দ্বিতীয় টেস্টে দলে যোগ দেবেন নিয়মিত অধিনায়ক কোহলি। এবং দলকে নেতৃত্ব দিবেন।

বিজ্ঞাপন

রিশব পান্তের বদলে দলে জায়গা করে নিয়েছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান কেএস ভরত ও ঋদ্ধিমান সাহা। স্পিন আক্রমণে রবীচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার সঙ্গে থাকছেন বাঁ-হাতি অক্ষর প্যাটেল। আর চার বছরের বেশি সময় পর টেস্ট দলে ফিরলেন অফ-ব্রেক বোলার জয়ন্ত যাদব। ২০১৭ পুণেতে সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন তিনি সাদা পোশাকে।

দুই টেস্টের সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে নেই পেসার জাতপ্রিত বুমরাহ ও মোহাম্মদ শামি। দুজনেই থাকবেন বিশ্রামে। তবে দলে রয়েছেন উমেশ যাদব ও ইশান্ত শর্মা। থাকছেন মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা।

বিজ্ঞাপন

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শেষে ২৫ নভেম্বর কানপুরের গ্রীন পার্কে শুরু হবে প্রথম টেস্ট। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে সিরিজে দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ৩ ডিসেম্বর।

ভারতের টেস্ট দল: আজিঙ্কা রাহানে (অধিনায়ক), কেএল রাহুল, মায়াঙ্ক আগারওয়াল, চেতেশ্বর পূজারা (সহ-অধিনায়ক), শুভমান গিল, শ্রেয়াস আইয়ার, ঋদ্ধিমান সাহা (উইকেট-রক্ষক), কেএস ভরত (উইকেট-রক্ষক), রবীন্দ্র জাদেজা,রবীচন্দ্রন অশ্বিন, অক্ষর প্যাটেল, জয়ন্ত যাদব, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মোহাম্মদ সিরাজ ও প্রসিধ কৃষ্ণা।