ক্যাচ মিসকে টার্নিং পয়েন্ট মানতে নারাজ ওয়েড
টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকে বিদায় নিয়েছে পাকিস্তান। বাবর আজমদের হারিয়ে অস্ট্রেলিয়া উঠে গেছে ফাইনালে। পাকিস্তানের হারের জন্য ক্রিকেট অনুরাগীরা দায়ী করছেন হাসান আলীর ক্যাচ মিসকে। এই ক্যাচ মিসকে সবাই দেখছেন ম্যাচের টার্নিং পয়েন্ট হিসেবে।
১০ বলে অস্ট্রেলিয়ার তখন প্রয়োজন ছিল ২০ রান। কিন্তু ম্যাচের শেষ দিকে দুর্ভাগ্যজনকভাবে হাসান ফেলে দেন বিধ্বংসী ব্যাটিং করা ম্যাথু ওয়েডের ক্যাচ। যিনি কিনা ১৭ বলে খেলেন ৪১* রানের হার না মানা দাপুটে এক ইনিংস। জীবন ফিরে পেয়েই পরের তিন বলে টানা তিন ছক্কা মেরে ছয় বল বাকি রেখেই অস্ট্রেলিয়াকে জয় এনে দেন বাঁ-হাতি ব্যাটসম্যান ওয়েড। অথচ ক্যাচটি নিতে পারলে ৯ বলে ২০ রান।
তবে অস্ট্রেলিয়ার জয়ের নায়ক ওয়েড অবশ্য ক্যাচ মিসকে টার্নিং পয়েন্ট মানতে নারাজ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘হাতছাড়া হওয়া ক্যাচটি। আমি নিশ্চিত নই (টার্নিং পয়েন্ট কিনা)। সম্ভবত ১২-১৪ রান লাগত তখন (১০ বলে দরকার ছিল ২০ রান)। তবে আমার মতে, ম্যাচ তখন এমনিতেই আমাদের দিকে হেলে পড়তে শুরু করেছিল।’
ক্যাচ হাসানের হাত ফসকে যাওয়ায় অস্ট্রেলিয়া জিতেছে। ওয়েডের মতে, ব্যাপারটা তেমনটা। কেননা তাদের হাতে জয়ের রসদ ছিল পর্যাপ্ত, ‘অবশ্যই আমি আউট হয়ে গেলে অনিশ্চিত হয়ে যেত পরিস্থিতি। তবে মার্কাস (স্টয়নিস) তখনও ক্রিজে এবং প্যাট (কামিন্স) নামছিল ব্যাটিংয়ে। যথেষ্ট আত্মবিশ্বাসীই থাকতাম যে ওরা পারবে। কাজেই আমি বলব না যে ওই কারণেই (ক্যাচ মিস) আমরা জিতেছি।’
তিন-চার ওভার আগে ক্যাচটি মিস হলে ম্যাচের রেজাল্ট পাল্টে যেতে পারতো। ওয়েডের ভাবনা তেমনই, ‘আমার মনে হয়, এমন একটা সময়ে ক্যাচটি মিস হয়েছে, বাকি রানগুলো করার মতো ভালো অবস্থানে আমরা ছিলাম। তিন-চার ওভার আগে এটা ঘটলে হয়তো ম্যাচের ফলাফলে বেশি প্রভাব পড়তে পারত। ৮ বলে ১৩-১৪ রান তো হয়ই। ম্যাচের শেষ দিকের ঘটনায় বেশি মনোযোগ দিতেই পারেন। তবে এটি ছাড়াও ম্যাচে আরও অনেক ঘটনাপ্রবাহ ছিল, সেসবও ম্যাচের ভাগ্যে ভূমিকা রাখতে পারে। তবে আমার মনে হয় না ওই ক্যাচ মিস ম্যাচের ফলাফলে খুব বড় প্রভাব রেখেছে।’