ডমিঙ্গোরা ঢাকায় ফিরছেন শুক্রবার
দুঃস্বপ্নের বিশ্বকাপ মিশন শেষে ক্রিকেটাররা দেশে ফিরেছেন দিন কয়েক আগে। কিন্তু দলের সঙ্গে ঢাকায় আসেননি টাইগারদের বিদেশি কোচরা। ছুটি নিয়ে সংযুক্ত আরব আমিরাত থেকেই নিজ নিজ দেশে ফিরে গেছেন তারা।
ছুটি শেষ করে অবশেষে বাংলাদেশে ফিরছেন রাসেল ডমিঙ্গো, রঙ্গনা হেরাথ, ওটিস গিবসন, অ্যাশওয়েল প্রিন্স ও রায়ান কুকরা। পাকিস্তান সিরিজকে সামনে রেখে আগামীকাল শুক্রবার, ১২ নভেম্বর ঢাকায় পা রাখবেন বিদেশি কোচিং স্টাফরা।
তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলতে বিশ্বকাপ শেষে বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। টি-টোয়েন্টি দিয়ে আগামী ১৯ নভেম্বর মাঠে নামবে টাইগাররা।
১২ নভেম্বর থেকে অনুশীলন শুরু হওয়ার কথা ছিল টাইগারদের। তবে ডমিঙ্গো-গিবসনরা আগামীকাল ফিরবে বলে একদিন পিছিয়ে গেছে ক্রিকেটারদের প্র্যাকটিস। শনিবার ১২ নভেম্বর থেকে অনুশীলন করতে মাঠে নামবে লাল-সবুজের জার্সিধারীরা।
জাতীয় দলের টিম ডিরেক্টরের খালেদ মাহমুদ সুজন জানান, ১২ নভেম্বর কোচিং স্টাফের সদস্যরা ফিরলে প্রাথমিক দল দেওয়া হবে। ১৩ নভেম্বর থেকে শুরু হবে অনুশীলন।