বিশ্বকাপের সেমি-ফাইনালে কে কার মুখোমুখি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

টি-টোয়েন্টি বিশ্বকাপ

টি-টোয়েন্টি বিশ্বকাপ

সুপার টুয়েলভের খেলা শেষ। এবার সেমি-ফাইনালের লড়াই উপভোগের অপেক্ষায় ক্রিকেট অনুরাগীরা।

সুপার টুয়েলভের গ্রুপ ওয়ান সেরা হয়ে সেমি-ফাইনালে নাম লিখেছে ইংল্যান্ড। ইংলিশদের সমান আট পয়েন্ট নিয়ে রান রেটে পিছিয়ে থেকে এই গ্রুপ থেকে রানার-আপ হয়ে শেষ চারে পা রেখেছে অস্ট্রেলিয়া।

বিজ্ঞাপন

রোমাঞ্চমাখা সব জয়ে দশ পয়েন্ট নিয়ে গ্রুপ টু'র শ্রেষ্ঠত্ব ছিনিয়ে নিয়েছে বাবর আজমরা। একমাত্র দল হিসেবে সুপার টুয়েলভে পাঁচ ম্যাচের সবগুলোই জিতেছে পাকিস্তান। সেমি-ফাইনালের টিকিট অবশ্য তারা আগেই পেয়ে যায়। ৮ পয়েন্ট নিয়ে একই গ্রুপ থেকে রানার-আপ হয়ে সেমিতে উঠেছে নিউজিল্যান্ড।

শেষ চারে অজেয় পাকিস্তান লড়বে অস্ট্রেলিয়ার বিপক্ষে। আর ফাইনালে উঠার জন্য নিউজিল্যান্ড মোকাবেলা করবে ইংল্যান্ডকে।

বিজ্ঞাপন

আবুধাবির শেখ জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে আজ বুধবার, ১০ নভেম্বর প্রথম সেমি-ফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হবে নিউজিল্যান্ড। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আগামীকাল বৃহস্পতিবার, ১১ নভেম্বর দ্বিতীয় সেমি-ফাইনালে অস্ট্রেলিয়া লড়বে পাকিস্তানের বিপক্ষে। দুটি ম্যাচই হবে রাত ৮টায়।

সেমি-ফাইনালে জেতা দুই দল ফাইনালে মুখোমুখি হবে ১৪ নভেম্বর। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটিও মাঠে গড়াবে রাত ৮টায়।