পিঠের চোট নিয়ে বিশ্রামে মাহমুদউল্লাহ
টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে। কিন্তু তার আগে স্বস্তিতে নেই ক্যাপ্টেন মাহমুদউল্লাহ রিয়াদ। পিঠের চোট জ্বালিয়ে মারছে তাকে। যদিও ইনজুরি তেমন গুরুতর নয়। কিন্তু তারপরও সতর্কতার অংশ হিসেবে শুক্রবার, ৮ অক্টোবর ওমান ‘এ’ দলের বিপক্ষে আন-অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলেননি মাহমুদউল্লাহ।
অধিনায়ক মাহমুদউল্লাহ এখন পুরোপুরি বিশ্রামে রয়েছেন। আগামী মঙ্গলবার, ১২ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে শ্রীলঙ্কার বিপক্ষে অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে নাও দেখা যেতে পারে তারকা এ অলরাউন্ডারকে।
বাংলাদেশ দলের এক সূত্র জানিয়েছে, ‘মাহমুদউল্লাহর পিঠে ফোলা রয়েছে। এজন্য এখন বিশ্রামে আছে। গতকাল ওমান ‘এ’ দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে খেলেনি। তবে চোট গুরুতর নয়। বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে।’
অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে আজ ৯ অক্টোবর, শনিবার বাংলাদেশের উড়ে যাওয়ার কথা ছিল সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু করোনা সতর্কতার কারণে এক দিন পিছিয়ে গেছে টাইগারদের আমিরাত যাত্রা। আগামীকাল রোববার, ১০ অক্টোবর আমিরাত যাবে ক্রিকেটাররা। এ কারণে আজ অনুশীলন না থাকায় বিশ্রাম করেছেন ক্রিকেটাররা। করোনা প্রটোকলের জন্য টিম হোটেলে দিনের বেশিরভাগ সময় বন্দী থাকলেও অনেকেই হোটেলের কাছে মজেন কায়াকিংয়ে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়াবে আগামী ১৭ অক্টোবর। উদ্বোধনী দিনেই মাঠে নামবে টাইগাররা। তার আগেই মাঠের লড়াইয়ের জন্য ফিট হয়ে যাবেন মাহমুদউল্লাহ।