একদিন পেছাল টাইগারদের আমিরাত যাত্রা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

অনুশীলনে টাইগার ক্রিকেটাররা

অনুশীলনে টাইগার ক্রিকেটাররা

টি-টোয়েন্টি বিশ্বকাপ মিশনে প্রথম ধাপের ওমানে অনুশীলন শেষে প্রস্তুতি ম্যাচও খেলে ফেলেছে টাইগাররা। আন-অফিসিয়াল ওয়ার্ম-আপ ম্যাচে ওমান 'এ' দলকে হারিয়ে ফুরফুরে মেজাজে রয়েছে এখন লিটন-নাঈমরা। 

ব্যাট-বলের দাপুটে পারফরম্যান্সের পর এবার লাল-সবুজের প্রতিনিধিদের বিশ্বকাপের অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলার পালা। 

বিজ্ঞাপন

অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলতে আজ ৯ অক্টোবর, শনিবার বাংলাদেশের উড়ে যাওয়ার কথা ছিল সংযুক্ত আরব আমিরাতে। কিন্তু করোনা সতর্কতার কারণে এক দিন পিছিয়ে গেছে টাইগারদের আমিরাত যাত্রা। আগামীকাল রোববার, ১০ অক্টোবর আমিরাত যাবে ক্রিকেটাররা। 

বাংলাদেশের বিশ্বকাপ দলের এক সদস্য জানিয়েছেন, ‘আজ আরব আমিরাত যাওয়া হচ্ছে না আমাদের। আগামীকাল রওয়ানা করব। বাংলাদেশ সময় রাত ৮টায় ফ্লাইটের সূচি।’

বিজ্ঞাপন

টাইগাররা ওমান থেকে আমিরাতে যাবে চার্টার্ড ফ্লাইটে। আজ দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ শেষ করে শ্রীলঙ্কা ও ওমান দলও আগামীকাল টাইগারদের সঙ্গে একই ফ্লাইটে আমিরাত যাবে। 

যে কারণে আমিরাতে পৌঁছে ১১ অক্টোবর টাইগারদের অনুশীলন করার কথা থাকলেও সেটা আর হচ্ছে না। ফলে অনুশীলন না করেই আবুধাবিতে ১২ অক্টোবর প্রস্তুতি ম্যাচ খেলতে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে মাহমুদউল্লাহরা।

১৩ অক্টোবর অনুশীলন শেষে ১৪ অক্টোবর দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ লড়বে আয়ারল্যান্ডের বিপক্ষে। প্রস্তুতি ম্যাচ দুটি শেষ করে ১৫ অক্টোবর ওমানে ফিরে যাবে মাহমুদউল্লাহর দল। ১৬ অক্টোবর ফ্লাডলাইটে হবে প্র্যাকটিস। 

১৭ অক্টোবর পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ দল। বিশ্বকাপের প্রথম পর্বে নিজেদের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১৯ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানকে মোকাবেলা করবে টাইগাররা। ২১ অক্টোবর বাংলাদেশ লড়াই করবে পাপুয়া নিউগিনির বিপক্ষে।