পাকিস্তানের বিশ্বকাপ দলে ফখর-সরফরাজ
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের ঘোষিত দলে পরিবর্তন এনেছে পাকিস্তান। ১৫ জনের মূল দলে বদল এসেছে তিনটি। পাল্টে গেছে স্ট্যান্ডবাই তালিকাও।
নতুন দলে অন্তর্ভুক্ত হয়েছেন ওপেনার ফখর জামান, সাবেক অধিনায়ক ও উইকেটরক্ষক-ব্যাটার সরফরাজ আহমেদ ও ব্যাটসম্যান হায়দার আলী।
আগের দল থেকে ছিটকে গেছেন উইকেটরক্ষক-ব্যাটসম্যান আজম খান ও পেসার মোহাম্মদ হাসনাইন। আর খুশদিল শাহকে পাঠানো হয়েছে রিজার্ভ দলে।
বিশ্বকাপ দলে রয়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তবে আগের মতো দলের বাইরে রয়েছেন আরেক অভিজ্ঞ অলরাউন্ডার শোয়েব মালিক।
পাকিস্তান দল: বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), আসিফ আলী, ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, হাসান আলী, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাহিন শাহ আফ্রিদি ও শোহাইব মাকসুদ।
স্ট্যান্ডবাই: খুশদিল শাহ, শাহনওয়াজ দাহানি ও উসমান কাদির।