সাকিবের কাছে হারলেন মুস্তাফিজ
শেষ চারের লড়াইয়ে টিকে থাকতে হলে জয়ের কোনো বিকল্প ছিল না। বাঁচা-মরার লড়াইয়ে শেষ হাসি হাসল সাকিব আল হাসানরা। হারের হতাশার সঙ্গে আইপিএল থেকে বিদায়ও নিশ্চিত হলো মুস্তাফিজুর রহমানদের।
লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে সাকিবের কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ৮৬ রানে উড়িয়ে দিয়েছে মুস্তাফিজের রাজস্থান রয়্যালসকে।
ব্যাটিংয়ে সুযোগ না পেলেও বল হাতে সাকিব ছিলেন উজ্জ্বল। এক ওভারে মাত্র এক রান দিয়ে শিকার করেন এক উইকেট। ইনিংস উদ্বোধন করে তৃতীয় বলেই বোল্ড করেন ওপেনার ইয়াশভি জয়সালকে। দুরন্ত ফিল্ডিংয়ে জযদেব উনাদকাতের ক্যাচ লুফে নেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব। সঙ্গে চেতন সাকারিয়াকে রান আউট করতে রাখেন অবদান।
অন্য দিকে মুস্তাফিজ ব্যাটিংয়ের সুযোগ পেলেও চার ওভার খরুচে বোলিং করে ৩১ রান দিয়ে ছিলেন উইকেট শূন্য।
শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে শুরুতে ব্যাট হাতে নেমে শাবমান গিলের (৫৬) ফিফটিতে ৪ উইকেটে ১৭১ রান তোলে সাকিবের কলকাতা। আর দলীয় স্কোরে ৩৮ রান যোগ করেন ভেনকাটেশ আইয়ার।
লক্ষ্য তাড়া করতে নেমে ১৬.২ ওভারে মাত্র ৮৫ রানে গুটিয়ে গেছে মুস্তাফিজের রাজস্থান। ব্যক্তিগত সর্বোচ্চ ৪৪ রানের ইনিংস খেলেন রাহুল টেয়াটিয়া।
ম্যাচসেরা শিভাম মাভি একাই শিকার করেন চার উইকেট। তিন উইকেট নেন লকি ফার্গুসন।