বিসিবি’র নির্বাচনে হারলেন পাইলট

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

খালেদ মাসুদ পাইলট

খালেদ মাসুদ পাইলট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচনে হেরে গেছেন খালেদ মাসুদ পাইলট। রাজশাহী বিভাগের ৯ ভোটের মধ্যে বাংলাদেশের সাবেক এ অধিনায়ক পেয়েছেন মাত্র ২ ভোট। 

সাবেক উইকেটকিপারের বিপক্ষে ৭-২ ভোটে জিতেছেন তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল আলম স্বপন চৌধুরী।

বিজ্ঞাপন

পাইলটের প্রতিদ্বন্দ্বী প্রার্থী সাইফুল আলম স্বপন চৌধুরী গত মেয়াদেও বিসিবি’র পরিচালক ছিলেন। আজ বুধবার, ৬ অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনে তার কাছে পরাজিত হয়েছেন পাইলট। 

জেলা ও বিভাগ ক্যাটাগরিতে রাজশাহী ও ঢাকাতে শুধু নির্বাচন হয়েছে। কারণ অন্য জেলা ও বিভাগের প্রার্থীদের কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল না। এ কারণে নির্বাচনের আগেই সাত পরিচালক নির্বাচিত হন।

বিজ্ঞাপন

ভোট ছাড়াই নির্বাচিত হন আ জ ম নাছির উদ্দীন ও আকরাম খান (চট্টগ্রাম বিভাগ), কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল (খুলনা বিভাগ), শফিউল আলম চৌধুরী নাদেল (সিলেট বিভাগ), অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম (রংপুর বিভাগ), আলমগীর খান আলো (বরিশাল বিভাগ), তানভীর আহমেদ টিটু (নারায়ণগঞ্জ) ও নাঈমুর রহমান দুর্জয় (মানিকগঞ্জ)।