আইসিসি’র সেরা হওয়ার লড়াইয়ে নাসুম
আইসিসি’র মাস সেরা ক্রিকেটার হওয়ার দৌড়ে জায়গা করে নিয়েছেন নাসুম আহদে। তিন জনের সংক্ষিপ্ত তালিকায় নাসুমের সঙ্গে রয়েছেন নেপালের সন্দ্বীপ লামিচানে ও যুক্তরাষ্ট্রের জাসকারান মালহোত্রা।
নিউজিল্যান্ড সিরিজে দুরন্ত বোলিং পারফরম্যান্স উপহার দিয়ে টম লাথামের সঙ্গে যৌথভাবে হন সিরিজসেরা হন নাসুম। সেসুবাদে এবার আইসিসি’র সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারের মনোনয়ন পেয়েছেন বাঁ-হাতি এ স্পিনার।
নিউজিল্যান্ডের বিপক্ষে ৩-২ ব্যবধানে বাংলাদেশের পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয়ে অগ্রণী ভূমিকা রাখেন নাসুম। ওভার প্রতি ৪.৭৮ রান দিয়ে শিকার করেন ৮ উইকেট। যা সিরিজের দ্বিতীয় সর্বোচ্চ সেরা বোলিং পারফরম্যান্স। চতুর্থ ম্যাচে করেন ক্যারিয়ার সেরা বোলিং। ১০ রান খরচায় নেন ৪ উইকেট। এবার আইসিসির সেপ্টেম্বর মাসের সেরা ক্রিকেটারের পুরস্কার ছিনিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ এখন তার সামনে।
ই-মেইলের মাধ্যমে জ্যেষ্ঠ ক্রীড়া সাংবাদিক, সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকারদের নিয়ে গঠিত ভোটিং একাডেমি দেয় ৯০ শতাংশ ভোট। আইসিসির ওয়েবসাইটে নিবন্ধন করে বাকি দশ ভাগ ভোট দেন ভক্ত-সমর্থকরা। এই দুই ধরনের ভোট মিলিয়ে বেছে নেওয়া হয় প্রতি মাসের সেরা ক্রিকেটারকে।