বিসিবি'র পরিচালনা পর্ষদের নির্বাচন আজ

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ ক্রিকেট বোর্ড

বাংলাদেশ ক্রিকেট বোর্ড

অপেক্ষার প্রহর শেষ। খানিকটা প্রতিদ্বন্দ্বিতার আমেজ নিয়ে আজ বুধবার, ৬ অক্টোবর হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন। 

মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবির বোর্ড রুমে সকাল ১০টা শুরু হবে ভোট গ্রহণ। চলবে বিকাল ৫টা পর্যন্ত। 

বিজ্ঞাপন

বিসিবি'র নির্বাচনে ভোটার ১৭১ জন। কিন্তু ভোট দিতে পারবেন শুধু ১২৭ জন। ৭০ জন ভোটার কেন্দ্রে যেয়ে ভোট দিবেন। বাকি ৫৭ জন ভোটার দেবেন ই-ভোট ও পোস্টাল ভোট।কয়েকটি ক্যাটাগরিতে পদের চেয়ে প্রার্থী বেশি নেই। যে কারণে ওই ক্যাটাগরিতে ভোট হচ্ছে না। 

চট্টগ্রাম বিভাগ, খুলনা বিভাগ, রংপুর বিভাগ, সিলেট বিভাগ ও বরিশাল বিভাগের সাত পদে কোনো প্রতিদ্বন্দ্বী নেই। ১৬ পদের জন্য নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৪ জন প্রার্থী। 

বিজ্ঞাপন

সাত জন প্রার্থীর কোনো প্রতিদ্বন্দ্বী নেই। তারা হলেন আ জ ম নাছির উদ্দীন ও আকরাম খান (চট্টগ্রাম বিভাগ), কাজী ইনাম আহমেদ ও শেখ সোহেল (খুলনা বিভাগ), শফিউল আলম চৌধুরী নাদেল (সিলেট বিভাগ), এডভোকেট আনোয়ারুল ইসলাম (রংপুর বিভাগ) ও আলমগীর খান আলোর (বরিশাল বিভাগ)।

ঢাকা মেট্রোপলিটন ক্লাব প্রতিনিধি ক্যাটাগরি ২-এ ১২টি পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৬ জন। ৫৭ জন ভোটার এই ক্যাটাগরিতে ভোট দেবেন। এই ক্যাটাগরিতে আবাহনী লিমিটেড থেকে ভোটে লড়ছেন নাজমুল হাসান পাপন। 

২৫ জন পরিচালক নিয়ে হবে বিসিবি'র পরিচালনা পর্ষদ। তাদের মধ্যে ২৩ জন আসবেন বিভিন্ন ক্যাটাগরি থেকে। বাকি দুই জন হবেন জাতীয় ক্রীড়া পরিষদের মনোনীত। এই ক্যাটাগরিতে আহমেদ সাজ্জাদুল আলম ও জালাল ইউনুসের পরিচালক হওয়া অনেকটাই নিশ্চিত বলা যায়।

এবারের নির্বাচনে কোনো প্যানেল নেই। ৩টি ক্যাটাগরিতে ৩২ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। তবে ক্লাব ক্যাটাগরি থেকে শওকত আজিজ রাসেল নিজের মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন। ফলে নির্বাচনে থেকে যান ৩১ জন। 

শেষদিকে এসে নির্বাচন থেকে সরিয়ে দাঁড়াতে চেয়েছিলেন ঢাকা জেলা ও বিভাগ ক্যাটাগরির খালিদ হোসেন। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের সময়সীমা শেষ হয়ে যাওয়ার কারণে তার নামও থাকছে ব্যালট পেপারে।

বিসিবি'র নির্বাচনের প্রিজাইডিং অফিসার ফরহাদ হোসেন জানিয়ে রেখেছেন, নির্বাচনের বেসরকারি ফলাফল আজ ঘোষণা করা হবে। আর চূড়ান্ত ফলাফল জানানো হবে আগামীকাল।