ওমানে আজ অনুশীলন শুরু টাইগারদের
ওমানে পৌঁছে সোমবার, ৪ অক্টোবর এক দিনের নির্ধারিত কোয়ারেন্টিন শেষ করেছে টাইগার ক্রিকেটাররা। তাই আজ মঙ্গলবার, ৫ অক্টোবর শুরু হচ্ছে মাহমুদউল্লাহ রিয়াদদের অনুশীলন।
মাসকাটের ওমান ক্রিকেট একাডেমি গ্রাউন্ডে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টা থেকে অনুশীলন শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা।
তার আগে বিশ্বকাপ মিশনকে সামনে রেখে চার্টার্ড বিমানে ক্রিকেটাররা সোমবার, ৪ অক্টোবর সকাল ৬টা ৩০ মিনিটে পা রাখে মাসকাটে।
ওমানে আঘাত হানা ঘূর্ণিঝড় শাহীনের কারণে পূর্ব নির্ধারিত সময়ের আড়াই ঘণ্টা পর ছাড়ে ক্রিকেটারদের বহনকারী বিমান। রোববার রাত ১টা ২০ মিনিটে বাংলাদেশ দল ঢাকা ছাড়ে।
ওমানে অনুশীলন হবে আরও দুই দিন। ৬ ও ৭ অক্টোবর একই সময়ে অনুশীলনে গা গরম করবে খেলোয়াড়রা। অনুশীলন শেষে নিজেদের মধ্যে একটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা রয়েছে তাদের।
আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলতে ৯ অক্টোবর বাংলাদেশ উড়ে যাবে সংযুক্ত আরব আমিরাতে। ১০ অক্টোবর কোয়ারেন্টিনের পর ১১ অক্টোবর টাইগারদের অনুশীলন। আবুধাবিতে ১২ অক্টোবর প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে দেশের ক্রিকেটাররা।
১৩ অক্টোবর অনুশীলন শেষে ১৪ অক্টোবর দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে বাংলাদেশ লড়বে আয়ারল্যান্ডের বিপক্ষে। প্রস্তুতি ম্যাচ দুটি শেষ করে ১৫ অক্টোবর ওমানে ফিরে যাবে মাহমুদউল্লাহর দল। ১৬ অক্টোবর ফ্লাডলাইটে হবে প্র্যাকটিস।
১৭ অক্টোবর পর্দা উঠবে টি-টোয়েন্টি বিশ্বকাপের। উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ দল। বিশ্বকাপের প্রথম পর্বে নিজেদের উদ্বোধনী ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ১৯ অক্টোবর নিজেদের দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ওমানকে মোকাবেলা করবে টাইগাররা। ২১ অক্টোবর বাংলাদেশ লড়াই করবে পাপুয়া নিউগিনির বিপক্ষে।