বোলিংয়ে অচেনা মুস্তাফিজ, তবু জিতল রাজস্থান

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

মাঠে সতীর্থ আকাশ সিংকে সেবা দেন মুস্তাফিজুর রহমান

মাঠে সতীর্থ আকাশ সিংকে সেবা দেন মুস্তাফিজুর রহমান

রাতটি ছিল বড়ই অপয়া। সেটা কেবল বোলারদের জন্য। ব্যাটারদের বিধ্বংসী রূপে বোলাররা হলেন নাস্তানাবুদ। তাই তো মুস্তাফিজুর রহমান করলেন হতাশ। দলের সবচেয়ে খরুচে বোলার হয়ে রইলেন উইকেট শূন্য। চার ওভারে রান দিলেন ৫১।

বোলিংয়ে মুস্তাফিজ অচেনা হলেও ব্যাটারদের রান উৎসবের ম্যাচে তার দল রাজস্থান রয়্যালস ঠিকই জিতেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। টি-টোয়েন্টিতে রুতুরাজ গাইকার্ডের প্রথম শতকটা কোনো কাজেই আসেনি। প্রতিপক্ষ চেন্নাই সুপার কিংসকে তারা হারিয়েছে ১৫ বল হাতে রেখেই।

বিজ্ঞাপন

আবুধাবিতে টস হেরে শুরুতে ব্যাট হাতে নেমে ওপেনার রুতুরাজ গাইকার্ডের দুরন্ত সেঞ্চুরিতে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রানের লড়াকু পুঁজি গড়ে চেন্নাই সুপার কিংস। 

ম্যাচ সেরা রুতুরাজ গাইকার্ড ৬০ বলে ৯ বাউন্ডারি ও ৫ ছক্কায় খেলেন ১০১* রানের হার না মানা দুর্দান্ত এক ক্রিকেটীয় ইনিংস। ৩২* রানে অপরাজিত থেকে তাকে সঙ্গ দিয়ে যান রবীন্দ্র জাদেজা।

বিজ্ঞাপন

রাজস্থানের হয়ে তিনটি উইকেট শিকার করেন রাহুল তেয়াতিয়া।

জবাবে শিবাম দুবে (৬৪*) ও ইয়াশভি জয়সালের (৫০) ফিফটিতে ১৭.৩ ওভারে ৩ ইউকেট হারিয়ে জয়ের লক্ষ্য ১৯০ রান তুলে ফেলে রাজস্থান। সঙ্গে আট বলে ১৪ রানের দাপুটে এক ঝড়ো ইনিংস খেলেন গ্লেন ফিলিপস।

দুটি উইকেট নেন চেন্নাইয়ের শার্দুল ঠাকুর।