ফিটনেস পরীক্ষায় উত্তীর্ণ নাসির

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

নাসির হোসেন

নাসির হোসেন

ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) মাঠে গড়াবে অক্টোবরের মাঝামাঝিতে। ক্রিকেটের এ আসরের জন্য নিজেদের ঝালাই করে নিচ্ছেন খেলোয়াড়রা। তার অংশ হিসেবে আজ শনিবার, ২ অক্টোবর মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে হয়ে গেল ক্রিকেটারদের ফিটনেস টেস্ট।

এবার হয়নি বিপ টেস্ট। ক্রিকেটাররা দিয়েছেন ইয়ো ইয়ো টেস্ট। টুর্নামেন্টের আট দলের মধ্যে আজ ফিটনেস টেস্টে অংশ নিয়েছেন তিন দলের খেলোয়াড়রা। টেস্টে পাস করেছেন সবাই। গতবার ফিটনেস টেস্টে পাস না করলেও এবার উত্তীর্ণ হয়েছেন মাঠের বাইরে বেশি আলোচিত তারকা অলরাউন্ডার নাসির হোসেন।

বিজ্ঞাপন

ফিটনেস টেস্ট দিতে আজ মিরপুর স্টেডিয়ামে এসেছিলেন নাসির। তবে সাংবাদিকদের এড়িয়ে গেছেন তিনি। তবে জানা যায়, ফিটনেস টেস্টে ১৭ এর ওপরে স্কোর করে পরীক্ষায় উতরে গেছেন তিনি।

ক্রিকেটারদের ফিটনেস টেস্ট নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক আব্দুর রাজ্জাক বলেন, 'সবার মোটামুটি খুব ভালো অবস্থা। এটা ভালো হওয়ার কারণ এবার প্রত্যেক দল অনেকদিন ফিটনেস ক্যাম্প করেছে। এবার কেউ খারাপ করেনি। লক্ষ্যের চেয়ে ওপরে আছে সবার নম্বর। এটা ইতিবাচক দিক। আগে দেখা যেত অনেকে ভালো করছে না বা ফিটনেস ভালো নয় দেখে বাদ পড়ছে। আমার মনে হয় না এবার ওরকম কোনো পরিস্থিতিতে পড়তে হবে। বাকিটা পুরো রিপোর্ট পেলে বোঝা যাবে।'

বিজ্ঞাপন

আজ প্রথম দিন ফিটনেস টেস্ট দিয়েছেন রংপুর, রাজশাহী ও ঢাকা মেট্রোর ক্রিকেটাররা। ধাপে ধাপে বাকি দলগুলোর ক্রিকেটাররাও ফিটনেস টেস্ট দেবেন। এখনো সূচি ঠিক হয়নি। আগামী ১৫ থেকে ১৭ অক্টোবর থেকে মাঠে গড়ানোর কথা জাতীয় ক্রিকেট লিগ।