কলকাতার পরের ম্যাচেই খেলবেন সাকিব!

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

সাকিব আল হাসান

সাকিব আল হাসান

ব্রেন্ডন ম্যাককালাম কলকাতা নাইট রাইডার্সের কোচ। অনেকের চোখে সাবেক এ নিউজিল্যান্ড অধিনায়কের পক্ষপাতিত্ব স্পষ্ট। নিজের দেশের ক্রিকেটারদের প্রতি কেবল তার সুনজর। কেকেআর'কে ‘মিনি নিউজিল্যান্ড’ বানিয়ে ফেলেছেন। 

পাঞ্জাব কিংসের বিপক্ষে তারই প্রমাণ দিলেন ম্যাককালাম। কিউই পেসার লুকি ফার্গুসনের জায়গায় উইকেটরক্ষক-ব্যাটসম্যান টিম সেইফার্টকে রাখেন একাদশে। তবুও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান সুযোগ পাননি। ফল পাঁচ উইকেটের হার। 

বিজ্ঞাপন

ম্যাককালামের এই বাড়াবাড়ির ব্যাপারটা সহ্য হয়নি আকাশ চোপড়ার। ভারতের সাবেক এ ক্রিকেটার ও বর্তমান ক্রিকেট বিশ্লেষক টুইট করেন ম্যাককালামকে খোঁচা দিয়ে, 'সাকিব যদি একজন কিউই হতেন...।'

দলের সঙ্গে আছেন কিন্তু মাঠে সাকিব নেই। আইপিএলের দ্বিতীয় পর্বে খেলার সুযোগই পাননি এ ক্রিকেট মহাতারকা। যে কারণে যারপরনাই হতাশ হার্শা ভোগলে। 

বিজ্ঞাপন

ভারতীয় ধারাভাষ্যকাররা ভোগলে বলেন, ‘সাকিবের মধ্যে নেই, এমন কিছু সেইফার্টের মধ্যে পেতে আপনাকে অনেক খোজাখুঁজি করতে হবে।’

আকাশ চোপড়ার খোঁচা আর হার্শাল ভোগলের সমালোচনা ম্যাককালামের গায়ে লেগেছে কিনা কে জানে? তবে স্বজনপ্রীতি থেকে সরে আসার আভাস দিয়ে কলকাতার ক্রিকেট গুরু জানালেন সামনের ম্যাচেই সাকিবকে মাঠে দেখা যেতে পারে। 

ম্যাককালাম বলেছেন, ‘সাকিব সবসময় পরিকল্পনায় থাকে। কারণ তার দক্ষতা - বাঁহাতি বোলিং ও ব্যাটিং। ব্যাটসম্যান হিসেবে তাকে তিনেই বেশি দেখা যায়। কিন্তু তার মানে এই নয় যে, সে অন্য কোনো পজিশনে মানিয়ে নিতে পারবে না। পরের ম্যাচের একাদশ নির্বাচনে সাকিব অবশ্যই পরিকল্পনায় রয়েছে।’