এমসিসির ২৩৪ বছরে প্রথম নারী প্রেসিডেন্ট কনোর

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ক্লেয়ার কনোর

ক্লেয়ার কনোর

ক্রিকেট আইন প্রণয়নকারী সংস্থা এমসিসির (মেরিলিবোন ক্রিকেট ক্লাব) প্রেসিডেন্ট পদে যোগ দিয়েছেন ক্লেয়ার কনোর। সংস্থাটির ২৩৪ বছরের ইতিহাসে এই প্রথম কোনো নারী প্রেসিডেন্ট দায়িত্ব নিলেন।

আজ শুক্রবার, ১ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এমসিসির প্রেসিডেন্টের দায়িত্ব বুঝে নিয়েছেন ক্লেয়ার কনোর। তার আগে এমসিসির প্রেসিডেন্ট ছিলেন শ্রীলঙ্কান ক্রিকেট লিজেন্ড কুমার সাঙ্গাকারা।

বিজ্ঞাপন

গত শতাব্দীর শেষের দিকেও ক্রিকেটের ঐতিহ্যবাহী সংস্থা এমসিসি নারীদের বেলায় ছিল বেশ রক্ষণশীল। লর্ডসের ওল্ড প্যাভিলিয়নে এমসিসির কার্যালয়ে ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ ছাড়া অন্য কোনো নারী ঢুকতে পারতেন না।

ইংল্যান্ডের সাবেক অধিনায়ক কনোর এমসিসির প্রেসিডেন্ট নির্বাচিত হন ২০২০ সালের বার্ষিক সাধারণ সভায়। তবে করোনা মহামারির কারণে তৎকালীন প্রেসিডেন্ট কুমার সাঙ্গাকারার মেয়াদ এক বছর বাড়ানো হয়। যে কারণে আজ এ অবৈতনিক পদে যোগ দিলেন কনোর।

বিজ্ঞাপন