ব্যাট হাতে ফের অনুজ্জ্বল তামিম
তামিম ইকবালের ফিটনেস ফিরে পাওয়ার মিশনে বারবার বাধা হয়ে দাঁড়ায় বৃষ্টি। প্রকৃতির খেলায় ভেস্তে যায় তাদের দুটি ম্যাচ। তৃতীয় ম্যাচে এসে ব্যাটিংয়ে সুযোগ পান দেশসেরা এ ওপেনার। তবে নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) হতাশ করেন তামিম। ব্যাট হাতে দলীয় স্কোরে যোগ করেন মাত্র ১২ রান।
বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচেও তামিমের ব্যাটিংয়ে তেমন উন্নতির দেখা মিলল না। তার ব্যক্তিগত ইনিংসে বেড়ে মাত্র দিই রান। ১৬ বলে তিন বাউন্ডারিতে ১৪ রানেই রিজান ঢাকালের বলে কুশল ভুরটেলের হাতে ক্যাচ দিয়ে ফেরেন টাইগারদের ওয়ানডে অধিনায়ক।
আগের ম্যাচ তামিমের দল ভাইরাহওয়া জিতলেও আজকের ম্যাচটি জিততে পারেনি তারা। ললিতপুর প্যাট্রিয়টসের সঙ্গে টাই হয়েছে ম্যাচটি।
টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে ওপেনার সান্দুন ওয়েরাকোডির ফিফটিতে ৭ উইকেট হারিয়ে ১৭৭ রান তুলে ললিতপুর। সান্দুন ৫৮ ও আজমাতুল্লাহ ওমারজাই ৩৮ রান করেন। অবিনাশ বোহারা নেন দুটি উইকেট।
জবাবে উপুল থারাঙ্গার অর্ধ-শতকে (৬৭) ৫ উইকেট হারিয়ে ১৭৭ রান তুলে ম্যাচ টাই করে ফেলে ভাইরাহাওয়া। কুশল মাল্লা ৩৫ ও আরিফ শেখ ২৮ রান এনে দেন। রশিদ খান নেন তিনটি উইকেট। রিজান ঢাকাল নেন দুটি।