হাসল না তামিমের ব্যাট
নিজের ফিটনেস ফিরে পেতে নেপালে খেলতে গিয়েছেন তামিম ইকবাল। কিন্তু লক্ষ্যটাই যে পূরণ হচ্ছিল না দেশসেরা এ ওপেনারের। ব্যাট হাতে মাঠে নামার সুযোগই পাচ্ছিলেন না।
এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) নিজেদের প্রথম দুই ম্যাচ পণ্ড হয় বৃষ্টির হানায়। তৃতীয় ম্যাচে এসে অবশেষে ব্যাট হাতে নামলেন তামিম। তবে বড় কোনো ইনিংস উপহার দিতে পারেননি। ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্সের হয়ে হাসাতে পারেননি নিজের ব্যাট।
তামিমের ব্যাট থেকে আসে মাত্র ১২ রান। ইনিংসটি সাজান এক চার ও এক ছক্কায়। তার ব্যাট কথা না বললেও দল ভাইরাহাওয়া গ্লাডিয়েটর্স ঠিকই জয় ছিনিয়ে নিয়েছে। ২৭ বল হাতে রেখে জিতেছে ৬ উইকেটের বড় ব্যবধানে।
টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে বিরাটনগর ওয়ারিয়র্স ১৭.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৮৯ রানের পুজি গড়ে। দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ ২৫ রান করেন ওয়ানডাউনে নামা দিলশান মুনাবীরা। প্রসাদ ও আরিফ দুজনই নেন ৩টি করে উইকেট। দুটি উইকেট যায় অবিনাশ বোহারার পকেটে।
১৫.৩ ওভারে ৪ উইকেট হারিয়ে জয়ের লক্ষ্য টপকে দল তুলে ফেলে ৯২ রান। গ্লাডিয়েটর্সের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন শ্রীলঙ্কার উপুল থারাঙ্গা। ৩৫ বলে হার না মানা ৩৪* রানের ইনিংস খেলেন সাবেক এই শ্রীলঙ্কান ক্রিকেটার।
তবে তামিমের উদ্বোধনী সঙ্গী প্রদ্বীপ আইরি সংগ্রহ করেন ২২ রান। তাদের সঙ্গে রোহিত পাউদেল যোগ করেন তামিমের সমান ১২ রান। তামিমদের পরের ম্যাচ আগামীকাল বৃহস্পতিবার, ৩০ সেপ্টেম্বর ললিতপুর প্যাট্রিয়টসের বিপক্ষে। বাংলাদেশ সময় দুপুর ১টা ৪৫ মিনিটে শুরু হবে ম্যাচটি।