জয়ের পথে ফিরল সাকিবের কলকাতা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জয়সূচক শট খেলে উচ্ছ্বসিত নিতিশ রানা

জয়সূচক শট খেলে উচ্ছ্বসিত নিতিশ রানা

আগের ম্যাচে চেন্নাই সুপার কিংসের কাছে হার মেনেছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সেই কষ্টটা ভুলে জয়ের ধারায় ফিরেছে সাকিব আল হাসানের দল। প্রতিপক্ষ দিল্লী ক্যাপিটালসকে ৩ উইকেটে হারিয়েছে কেকেআর। ১০ বল হাতে রেখেই বলিউড বাদশাহ শাহরুখ খানের দল ছিনিয়ে নিয়েছে দাপুটে এক জয়। এ জয়ে প্লে-অফে খেলার সম্ভাবনাটাও জোরাল হলো কলকাতার। 

কলকাতার আগের ম্যাচেও ছিলেন না সাকিব। এ ম্যাচের একাদশেও জায়গা পাননি বিশ্বসেরা এ অলরাউন্ডার। আইপিএলের দ্বিতীয় পর্ব এখনো মাঠে নামার সুযোগই পাননি সাকিব। 

বিজ্ঞাপন

আন্দ্রে রাসেলের চোট পাওয়ায় সাকিবের খেলার একটা সম্ভাবনা অবশ্য তৈরী হয়েছিল। কিন্তু শারজাহর মাঠে তিনজন স্পিনার খেলানোর ঝুঁকি নেয়নি কলকাতার টিম ম্যানেজমেন্ট। সেই সিদ্ধান্তের মার-প্যাঁচে খেলার সুযোগটা পাননি সাকিব। এই সুযোগে পেসিং কোটায় দলে জায়গা পেয়ে গেছেন টিম সাউদি। 

শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ৯ উইকেটে ১২৭ রানের স্কোর গড়ে দিল্লী। জবাবে ১৮.২ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৩০ রান সংগ্রহ করে জয়ের বন্দরে নোঙর করে কলকাতা। 

বিজ্ঞাপন

ব্যাট-বলের অলরাউন্ড নৈপুণ্যে ম্যাচসেরা হয়েছেন সুনীল নারিন। স্পিন জাদুতে চার ওভারে ১৮ রান দিয়ে শিকার করেন দুই উইকেট। শেষে ব্যাট হাতে দলীয় স্কোরে ২১ রান যোগ করেন উইন্ডিজ এ অলরাউন্ডার।