হার্ট অ্যাটাকের পর ইনজামামের এনজিওপ্লাস্টি

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ইনজামাম-উল-হক

ইনজামাম-উল-হক

তিন দিন আগে বুকে অস্বস্তি অনুভব করেন পাকিস্তানের ক্রিকেট লিজেন্ড ইনজামাম-উল-হক। বুকে ব্যথা থাকলেও প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় কোনো সমস্যাই ধরা পড়েনি।

কিন্তু বুকের ব্যথা না কমায় সোমবার ফের মেডিকেল পরীক্ষা করান সাবেক এ ব্যাটসম্যান। তাতেই জানা যায়, ৫১ বছরের ইনজামামের হার্ট অ্যাটাক হয়েছে। 

বিজ্ঞাপন

দ্রুত ভর্তি হন হাসপাতালে। বিপদ এড়াতে দ্রুত এনজিওপ্লাস্টি করে ফেলেন ইনজামাম। এখন তার শারীরিক অবস্থা স্থিতিশীল। কিন্তু তারপরও চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক।

পরীক্ষায় ধরা পড়ে, এর মধ্যেই হার্ট অ্যাটাক হয়েছে তার। দ্রুত হাসপাতালে নেওয়া হয় পাকিস্তানের সাবেক এই অধিনায়ককে। জরুরি ভিত্তিতে এনজিওপ্লাস্টি করা হয়। লাহোরের হাসপাতালে এখন স্থিতিশীল আছেন পাকিস্তানের সর্বকালের সেরা ব্যাটসম্যানদের একজন।

বিজ্ঞাপন