বিসিবি’র নির্বাচনে পরিচালক পদে পাইলট

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

খালেদ মাসুদ পাইলট

খালেদ মাসুদ পাইলট

উইকেটকিপিংয়ের গ্লাভস জোড়া তুলে রেখে ক্রিকেটের সঙ্গে সম্পর্ক চুকিয়ে ফেলেছিলেন খালেদ মাসুদ পাইলট। তবে ক্রিকেটের সঙ্গে ভাঙা সম্পর্ক জোড়া লাগাতে মাঝে ক্লাব ক্রিকেটে কোচ, ম্যানেজারের দায়িত্বও সামলেছেন। তবে দীর্ঘ মেয়াদে ক্রিকেট সংশ্লিষ্ট কোনো বড় কোনো দায়িত্বে দেখা যায়নি দেশের সাবেক এ তারকা উইকেটরক্ষককে। এবার ক্রিকেটের বড় দায়িত্ব কাঁধে তুলে নিতে চান সাবেক এ টাইগার ক্যাপ্টেন।

এজন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক হতে চান পাইলট। হাত লাগাতে চান নিজ বিভাগ রাজশাহীর ক্রিকেটের উন্নয়নে। লক্ষ্যটা সামনে রেখে ৬ অক্টোবর অনুষ্ঠিতব্য বিসিবি’র নির্বাচনের আগেই ভোটা হয়েছেন তিনি রাজশাহী বিভাগ ক্রীড়া সংস্থার সদস্য হিসেবে। নির্বাচন করতে আজ শুক্রবার, ২৪ অক্টোবর পরিচালক পদে সংগ্রহ করলেন মনোনয়নপত্র। 

বিজ্ঞাপন

রাজশাহী বিভাগ থেকে বিসিবি’র পরিচালক নির্বাচিত হওয়ার ইচ্ছার কথা জানান পাইলট, ‘খুব ইচ্ছে ছিল ক্রিকেটের সঙ্গে কাজ করার। অবসরের পর থেকে মাঠে, রুট লেভেলে কাজ করে আসছি। রাজশাহী বিভাগ থেকে মনোনয়নপত্র তুললাম। রাজশাহী বিভাগের কাউন্সিলররা যদি সহায়তা করেন, আশা করি বোর্ডে আসব। আমি আশা করি, অভিজ্ঞতা বোর্ডের সাথে ভাগাভাগি করতে পারব।’

রাজশাহী বিভাগের ক্রিকেটের সমস্যা দূরীকরণে নিজের অভিজ্ঞতা কাজে লাগাতে চান সাবেক ক্রিকেটার পাইলট, ‘রাজশাহী অঞ্চলে ক্রিকেটের অবকাঠামোর বাজে অবস্থা, খুবই দুঃখজনক। সব জেলায় খেলা হয় না। আম্পায়ার, কোচদের সুযোগ-সুবিধা কম। যদি রাজশাহীর ৮ জেলার কাউন্সিলররা আমাকে যোগ্য ব্যক্তি মনে করেন, আমি আমার ক্রিকেটীয় অভিজ্ঞতা বোর্ডের সঙ্গে ভাগাভাগি করতে চাই।’

বিজ্ঞাপন

বিভাগীয় ক্রিকেটের আলাদা সংস্কৃতি গড়ে তুলতে পাইলট প্রজেক্ট নিয়ে আসতে চান পাইলট, ‘যেভাবে যাচ্ছি তা খুবই ধীর প্রক্রিয়া। আমার যে মেধা আছে তার পুরোটা প্রয়োগ করতে চাই। পুরোটা সময় আমি মাঠে সময় কাটিয়েছি। প্রত্যেক মানুষ আশা করে আমরা কিছু একটা করব। সেই দায়িত্ববোধ থেকে আমার মনে হয়েছে এটাই সেরা সময়। পাইলট প্রজেক্টের মত দেখাতে চাই একটি বিভাগের ক্রিকেট সংস্কৃতি কেমন হওয়া উচিত।’