ম্যাচ জিতে ২৪ লাখ রুপি জরিমানা গুনলেন মরগান

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

কলকাতার অধিনায়ক ইয়ন মরগান

কলকাতার অধিনায়ক ইয়ন মরগান

আইপিএলের দ্বিতীয় পর্ব মাঠে গড়াতেই দুরন্ত ফর্মে রয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। সংযুক্ত আরব আমিরাতে প্রথম ম্যাচের মতো দ্বিতীয় ম্যাচও দাপটের সঙ্গে জিতল কলকাতা সাকিব আল হাসানকে ছাড়াই। 

কেকেআর ম্যাচ জিতেছে ৭ উইকেটের বড় ব্যবধানে। এবং সেটা ২৯ বল হাতে রেখেই। তবে ম্যাচ জয়ের আনন্দটা ফিক হয়ে যায় খারাপ খবর পেয়ে। মৌসুমে দ্বিতীয়বারের মতো স্লো ওভার রেটের জন্য শাস্তি হিসেবে ২৪ লাখ রুপি জরিমানা হয়েছে কলকাতার ক্যাপ্টেন ইয়ন মরগানের। 

বিজ্ঞাপন

ম্যাচ ফি'র ২৫ শতাংশ বা ৬ লাখ রূপির মধ্যে অঙ্কে যেটা কম আসে সেটা জরিমানা হিসেবে কেটে নেওয়া হবে কলকাতা একাদশের অন্য ক্রিকেটারদের ম্যাচ ফি থেকে। 

আবুধাবিতে টস হেরে শুরুতে ব্যাটিংয়ে নেমে কুইন্টন ডি ককের (৫৫) ফিফটিতে ৬ উইকেট হারিয়ে ১৫৫ রানের পুঁজি গড়ে মুম্বাই ইন্ডিয়ান্স। ৩৩ রান এনে দেন ক্যাপ্টেন ও ওপেনার রোহিত শর্মা।

বিজ্ঞাপন

কলকাতার হয়ে দুটি করে উইকেট নেন লকি ফার্গুসন ও প্রসিদ্ধ কৃষ্ণা। ২০ রানে এক উইকেট নিয়ে ম্যাচ সেরা হন সুনীল নাসরিন।

জবাবে রাহুল ত্রিপাঠি (৭৪*) ও ভেঙ্কাটেশ আইয়ারের (৫৩) জোড়া ফিফটিতে ১৫.১ ওভারে ৩ উইকেট হারিয়ে লক্ষ্য টপকে ১৫৯ রান তুলে ফেলে কলকাতা। মুম্বাইয়ের হয়ে তিনটি উইকেটই নেন জাসপ্রিত বুমরাহ।