'ম্যানকার্ডিং' করে টাইগার যুবাদের হারাল আফগানরা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ ও আফগানিস্তান যুব ওয়ানডে সিরিজ

বাংলাদেশ ও আফগানিস্তান যুব ওয়ানডে সিরিজ

জয়ের ধারা অব্যাহত রাখতে মাঠে নেমে ছিল বাংলাদেশের যুবারা। কিন্তু নাহ। পারল না জুনিয়র টাইগাররা। টানা তিন ম্যাচ জিতে সিরিজ নিশ্চিতের পর চতুর্থ যুব ওয়ানডে ম্যাচে এসে জয়রথ থেকে ছিটকে গেল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ শুক্রবার, ১৭ সেপ্টেম্বর জয়ের আভাস দিয়েও আফগান যুবাদের কাছে শেষমেশ ১৯ রানে হার মেনেছে দেশের ছেলেরা।

তবে লাল-সবুজের প্রতিনিধিদের হার ছাপিয়ে গেছে ম্যানকাডিং বিতর্ক। জয়ের জন্য তখন বাংলাদেশের প্রয়োজন ৩৪ বলে ২০ রান। হাতে মাত্র এক উইকেট। ঠিক সেই সময় আফগান বোলার নাঙ্গেয়ালিয়া খারোটে নন স্ট্রাইক প্রান্তে থাকা মুশফিকুর হাসানকে ম্যানক্যাডিং করে বিতর্কের জন্ম দেন।

বিজ্ঞাপন

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরুতে ব্যাট হাতে মাঠে নেমে অতিথি আফগানরা নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেটে ২১০ রানের পুঁজি গড়ে। ম্যাচ সেরা বিলাল আহমেদ ৬০, সুলিমান আরবজাই ৪৩ ও ক্যাপ্টেন নাঙ্গেয়ালিয়া খারোটে ২৭* রান যোগ করেন দলীয় স্কোরে। বাংলাদেশের হয়ে দুটি উইকেট নেন মুহিউদ্দিন তারেক।

জয়ের ২১১ রানের লক্ষ্য তাড়া করতে নামা স্বাগতিকদের ব্যাটিং অভিযাত্রা ৪৪.২ ওভারে থামে ১৯১ রানে। ৫০* রানের হার না মানা দাপুটে এক ইনিংস খেলেন তাহজিবুল ইসলাম। সঙ্গে মাহফিজুল ইসলাম ২৬, খালিদ ২৩ ও আব্দুল্লাহ আল মামুন ২১ রান করেন। আফগানদের হয়ে দুটি করে উইকেট নেন নাঙ্গেয়ালিয়া খারোটে, ইজহারুলহক ও শহীদুল্লাহ হাসানি।

বিজ্ঞাপন

এ ম্যাচ হারলেও পাঁচ ম্যাচের যুব ওয়ানডে সিরিজে ৩-১ ব্যবধানে এগিয়ে রয়েছে বাংলাদেশ। সিরিজের শেষ ম্যাচ হবে ১৯ সেপ্টেম্বর।