আইচ-নাঈমুরের জাদুতে সিরিজ জিতল যুবারা

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ব্যাট উঁচিয়ে আইচ মোল্লার শতক উদযাপন

ব্যাট উঁচিয়ে আইচ মোল্লার শতক উদযাপন

ব্যাট হাতে আইচ মোল্লার দাপুটে সেঞ্চুরি পর নাঈমুর রহমান আগুনে বোলিংয়ে শিকার করেন পাঁচ উইকেট। সুবাদে তৃতীয় যুব ওয়ানডেতে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দলকে ১২১ রানের বড় ব্যবধানে ধসিয়ে দিয়ে বাংলাদেশের যুবারা। দুর্বার এ জয়ে সিরিজ জিতে নিয়েছে দেশের সোনার ছেলেরা। 

এনিয়ে টানা তিন ম্যাচ জিতল জুনিয়র টাইগাররা। সুবাদে দুই মাচ হাতে রেখেই পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে নিজেদের করে নিল তারা।

বিজ্ঞাপন

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার টস জিতে আইচের ১০৮ রানের দাপুটে ইনিংসের ওপর ভর করে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ৬ উইকেটের বিনিময়ে গড়ে ২২২ রানের বিশাল পুঁজি।

ম্যাচ সেরা আইচ মোল্লার শতকের সঙ্গে আব্দুল্লাহ আল মামুন ৩২* রানের হার না মানা ইনিংস খেলেন। ওপেনার মফিজুল ইসলাম ২৭ ও তাহজিবুল ইসলাম ১৮ রান যোগ করেন দলীয় স্কোরে।

বিজ্ঞাপন

জবাবে নাঈমুরের দুরন্ত বোলিংয়ে সফরকারীরা ৩৯.৪ ওভারে গুটিয়ে যায় মাত্র ১০১ রানে। আফগানদের হয়ে বিলাল সাইদী ২২, ইজাজ আহমেদ ২১, সুলিমান ১৮ ও জাহিদুল্লাহ সালিমি ১৩ রান করেন।

বাঁহাতি স্পিন জাদুতে নাঈমুর ১৭ রান খরচায় শিকার করেন পাঁচ উইকেট। আগের ম্যাচেও অসাধারণ বোলিং পারফরম্যান্স উপহার দিয়েছিলেন তিনি। ১৪ রান দিয়ে শিকার করেছিলেন ৪ উইকেট। আজ রিপন মন্ডল ৩টি ও আরিফুল ইসলাম ২টি উইকেট নেন।