বিশ্বকাপ খেলেই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান

  • স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাবর আজম ও মাহমুদউল্লাহ রিয়াদ

বাবর আজম ও মাহমুদউল্লাহ রিয়াদ

আগামী অক্টোবর-নভেম্বরে সংযুক্ত আরব আমিরাতে হতে যাচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ক্রিকেটের সংক্ষিপ্ততম সংস্করণের এ বৈশ্বিক আসর শেষ করেই বাংলাদেশ সফরে আসবে পাকিস্তান। সফরে টাইগারদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ও দুটি টেস্ট খেলবে বাবর আজমরা।

আইসিসির ফিউচার ট্যুর প্লানে থাকা এই সিরিজের সূচি আজ মঙ্গলবার, ১৪ সেপ্টেম্বর বিকেলে জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফাইনাল ম্যাচ দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর্দা নামবে আগামী ১৪ নভেম্বর। তার পাঁচ দিন পরই মিরপুরে গড়াবে বাংলাদেশ-পাকিস্তানের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। 

বিজ্ঞাপন

মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি ম্যাচটি তিনটি হবে ১৯, ২০ ও ২২ নভেম্বর। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের নতুন আসরের অধীনে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম টেস্ট শুরু হবে ২৬ নভেম্বর। দ্বিতীয় টেস্ট মিরপুরে গড়াবে ৪ ডিসেম্বর।

পাকিস্তান সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল ২০১৫ সালে।

বিজ্ঞাপন